【】ব্লিচিং পাউডার কিভাবে জীবাণু ধ্বংস করে?-(আমাদের জীবনে রসায়ন: নবম-দশম শ্রেণি)
ব্লিচিং পাউডার কিভাবে জীবাণু ধ্বংস করে?
উত্তর: ব্লিচিং পাউডার পানিতে দ্রবীভূত হয়ে জায়মান ক্লোরিন উৎপন্ন করে।উৎপন্ন জায়মান ক্লোরিন জীবাণুকে জারিত করে মেরে ফেলে। এজন্য ব্লিচিং পাউডারকে জীবানুনাশক বলা হয়।
নিচের বিক্রিয়াগুলো লক্ষ করো:
Ca(OCl)Cl+H₂O --->Ca(OH)₂
+2[Cl]
এখানে, Ca(OCl)Cl=ব্লিচিং পাউডারের সংকেত
[Cl]=জায়মান ক্লোরিন
এবার নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো:
জীবাণু +2[Cl]-------->জারিত জীবাণু
আরো পড়ুন: খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?
thank you
ReplyDelete