【】যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য

যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য *নিম্নে যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করা হলো: পার্থক্য-০১: সংজ্ঞাভিত্তিক পার্থক্য কোন একটি মৌলের যোজনী হলো অপর কোন মৌলের সাথে যুক্ত হবার ক্ষমতা। যোজনীর কোন ধনাত্মক অথবা ঋণাত্মকতা নেই। অপরদিকে কোন একটি নির্দিষ্ট যৌগেকোন একটি নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা বলতে এমন একটি সংখ্যাকে বোঝায়, যা দ্বারা সংশ্লিষ্ট মৌলের বা পরমাণুতে সৃষ্ট তড়িৎ চার্জের প্রকৃতি ও সংখ্যামান উভয়ই প্রকাশ পায়। উল্লেখ্য যে, জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। নিচের উদাহরণগুলো লক্ষ্য করো: MgO যৌগে Mg এর যোজনী হল ২; কিন্তু MgO এ Mg এর জারণ সংখ্যা হল +২। অনুরূপভাবে, মিথেন যৌগে (CH₄) C এর যোজনী হল 4; কিন্তু মিথেন যৌগের কার্বনের (C) জারণ সংখ্যা হল -4 । * পার্থক্য-০২: বিভিন্ন যৌগে যোজনী ও জারণ সংখ্যা একটি মৌলের বিভিন্ন যৌগে যোজনী সংখ্যা একই হলেও বিভিন্ন জারণ সংখ্যা হতে পারে। যেমন কার্বনের সব যৌগে কার্বন চতুর্যোজী বা যোজনী ৪ হলেও নিম্নোক্ত যৌগসমূহে কার্বনের জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হয়েছে। যৌগসমূহ জারণ সংখ্...