রাফেজ কি? উত্তর: খাদ্যের অপাচ্য অংশকে রাফেজ বলে। এটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। মনে রাখতে হবে যে, বিভিন্ন প্রকার ফলমূল-সবজির তন্তুময় অংশকেই রাফেজ বলে। ফুড ফাইবার বা খাদ্যের আঁশের কথা তোমাদের অবশ্যই জানা আছে। এই ফুড ফাইবার বা খাদ্যের আঁশ হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজই হচ্ছে রাফেজ। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত ।এই সেলুলোজ নির্মিত কোষপ্রাচীরই হচ্ছে রাফেজ। সেলুলোজ হচ্ছে গ্লুকোজের পলিমার। অনেকগুলো গ্লুকোজের অনু একত্রে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। জেনে রাখা ভাল : মানুষ সেলুলোজ বা রাফেজ হজম করতে পারে না বলে এটি পরিপাক তন্ত্রে প্রায় অপরিবর্তিত অবস্হায় থেকে যায় । রাফেজযুক্ত খাবার কি কি? উত্তর: রাফেজযুক্ত খাবারগুলো হচ্ছে সকল প্রকার সবুজ সবজি(যেমন,লালশাক,কলমি শাক ইত্যাদি),ফল(যেমন,আপেল,কমলা ইত্যাদি ),ইসব গুলের ভূষি ইত্যাদি। রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর:নিম্ন লিখিত কারণে শরীরের জন্য রাফেজ গুরুত্বপূর্ণ। ১। এটি পানি ধরে রেখে মলের পরিমাণ বৃদ্ধি করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূরীভূত হয়। ২।ইহা কোলন ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে থাকে। ৩।ইহা খাদ্যে উপস্হ...