বিসিএস মডেল টেস্ট/BCS Model Test/সাধারণ জ্ঞান

বিসিএস মডেল টেস্ট/BCS Model Test/সাধারণ জ্ঞান

১।রেশম গবেষণা বোর্ড কোথায় অবস্থিত?

ক) রাজশাহী
খ) চাঁপা ইনবাবগঞ্জ
গ) কক্সবাজার
ঘ) বগুড়া

উঃ ক

তথ্য:#মসলা বোর্ড--বগুড়া
      #তাত বোর্ড---কক্সবাজার
     #চা ---শ্রী মঙ্গল
      #আম--- চাঁপাইনবাবগঞ্জ
২। গঙ্গার পানি বণ্টন চুক্তি হয় কবে?

ক)২ ডিসেম্বর,১৯৯৭
খ)১২ডিসেম্বর,১৯৯৬
গ)২৪ অক্টোবর,১৯৯৬
ঘ)১৭সেপ্টেম্বর

উত্তর:খ

তথ্য:মনে রাখবেন:*২ডিসেম্বর ,১৯৯৭---পার্বত‍্য চট্টগ্রাম শান্তি চুক্তি
                           *২৬ অক্টোবর,১৯৯৬----CTBT চুক্তি


৩) পলাশীর যুদ্ধ হয় কত সালে?
ক)২৩ জুন,১৭৫৭
খ)২৩মাচ,১৯৪০
গ)২৩ জুন,১৯৪০
ঘ)২৩ মার্চ,১৯৬৬

উত্তর:ক

তথ্য:
#বঙ্গবন্ধু উপাধি-- ২৩ ফেব্রুয়ারি,১৯৬৯

#৬দফা---২৩ মার্চ,১৯৬৬

#আওয়ামী লীগ প্রতিষ্ঠা---২৩ জুন,১৯৪৯



Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য