বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি



এই পোস্টে বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য সন্নিবেশ করা হয়েছে। এই তথ্যগুলো যদি আপনি পড়েন,তাহলে বিসিএস প্রস্তুতিতে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন।

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি




আন্তর্জাতিক বিষয়াবলি  
পূর্ণমান: ২০


১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি: ০৪







•মেসোপটেমিয়াএলাকার বেশির ভাগ বর্তমানে যে দেশে— ইরাক ।
*সুমেরীয় সভ্যতায় প্রথম ব্যবহার শুরু হয় চাকার ।
*ক্যালডীয়রা প্রথম সপ্তাহকে বিভক্ত করে ৭ দিনে ।
*ক্যালডীয় সভ্যতায় প্রতিদিনকে বিভক্ত করা হয়১২ জোড়া ঘটায়।
* সভ্যতায় সুমেরীয়দের অবদান ছিল-লিখন পদ্ধতি কিউনিফর্ম)।

*১২ মাসে বছর, ৩০ দিনে মাস এই গণনারীতি যাদের দ্বারা সূচিত-মিশরীয়দের দ্বারা।
*সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় -১৯২২ সালে।

*সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান— বর্ণমালা উদ্ভাবন।



*লৌহ ব্যবহার প্রথম শুরু করে যে
সভ্যতার লোকেরা হিটাইট।
*হেলেনিস্টিক সভ্যত গড়ে উঠেছিল--
মিসরের আলেকজান্দ্রিয়ায়।


২. আন্তর্জাতিক নিরাপত্তা ও
আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক : ০৪


*দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ ।
করে ১৯৪৫ সালের মে মাসে।

* ইসরাইল পূর্ব জেরুজালেম দখল
করেছিল-- ১৯৬৭ সালে।

* ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।

*ন্যাটোভুক্ত মুসলিম দেশ– ২টি ;
আলবেনিয়া ও তুরস্ক।
ইসরাইলি গোয়েন্দা সংস্থার নাম— মোসাদ।
*শাইনিং পাথ  যে দেশের গেরিলা  সংগঠন- পেরু।

*ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম– ফ্রনটেক্স (FRONTIEX)।
*জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ

সম্মেলন অনুষ্ঠিত হয়--বেলগ্রেড।

৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান
ঘটনাপ্রবাহ ০৪

*সম্প্রতি যে যে দেশ বাণিজ্যযুদ্ধে
জড়িয়ে পড়ে চীন-যুক্তরাষ্ট্র।

*মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী, ড.
মাহাথির মোহাম্মদ।
*বিশ্বের প্রথম হাইপারলুপ স্থাপিত হবে,
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।

*সম্প্রতি ধর্মগুরুরা মন্ত্রীর মর্যাদা পায়— ভারতে।
*সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম
কিংডম অব ইসওয়াতিনি।
*যুক্তরাজ্য বাহরাইনে নৌঘাটি চালু
করে– ৫ এপ্রিল ২০১৮
*জাপানে মেরিন সেনার যাত্রা শুরু
হয়- ৭ এপ্রিল ২০১৮
*কিউবার নতুন প্রেসিডেন্ট-মিগুয়েল দিয়াজ - কানেল।
*প্রথম বেসরকারি মহাকাশযানের নাম– ড্রাগন।
*বর্তমান বিশ্বে সামরিক বায়ে শীর্ষ দেশ, যুক্তরাষ্ট্র।
*২০১৮ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
রাশিয়ার ১১টি শহরে।



৪. আন্তর্জাতিক পরিবেশগত
ইস্যু ও কূটনীতি:০৪

*নিত্য ব্যবহার্য  বহু "এরোসোলের' কোটায়
এখন লেখা থাকে সিএফসি' বিহীন।

*সিএফসি গ্যাসের ক্ষতিকারক দিক
এটি ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে।

*বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত।
আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে:
০.০১ মিলিগ্রামলিটার।




*ওজোন স্তর রয়েছে – স্ট্রাটোমণ্ডলে।



*১৮৯৬ সালে গ্রিনহাউজ' শব্দটি
সর্বপ্রথম ব্যবহার করেন— সুইডিশ
রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস।


*জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা
(UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা
(wMo) এর মিলিত উদ্যোগে
প্রতিষ্ঠা লাভ করে-IPCC

*মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়— ১৬
সেপ্টেম্বর ১৯৮৭; মন্ট্রিল, কানাডা
(কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৮৯) ।

*UNEP সদর দপ্তর অবস্থিত
নাইরোবি, কেনিয়া।
*IPCC নোবেল পুরস্কার পায়- ২০০৭ সালে।

*বিশ্ব আবহাওয়া সংস্থা এর সদর দপ্তর
অবস্থিত, জেনেভাসুইজারল্যান্ড।


৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং
বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি : ০৪
- জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত— নিউইয়র্ক।

-জাতিসংঘ দিবস পালিত হয়- ২৪ অক্টোবর।
-জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দ্যাগ হ্যামারশোল্ড।

ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-র
প্রধান কার্যালয় বা সচিবালয়- জেদ্দা।

OIC এর প্রথম মহাসচিবের নাম-
টেংকু আবদুর রহমান।
ওআইসি (OIC) গঠিত হয় ১৯৬৯ সালে রাবাতে।

বর্তমানে আরব লিগের সদস্য দেশ-২২টি।
আন্তর্জাতিক রেডক্রস-এর সদর দপ্তর
অবস্থিত-- জেনেভায়।


আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা
হয়-৯ জুলাই ২০০২

IPU এর পূর্ণ রূপ=Inter Parliamentary Union।







Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য