[ ]মিথেন এসিড নয় কেন ?
মিথেন এসিড নয় কেন ?
মিথেন এসিড জাতীয় পদার্থ কিনা তা বোঝার জন্য নিম্নলিখিত বিষয়গুলো আমাদের জানতে হবে।
যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ প্রদান করতে পারে তাদেরকে এসিড বা অম্ল বলে।যেমন,HCl জলীয় দ্রবণে H+ প্রদান করে।ফলে HCl কে এসিড বলা যায়। এসিড জাতীয় পদার্থের মধ্য হাইড্রোজেন রয়েছে এবং জলীয় দ্রবণে এইসব পদার্থ হাইড্রোজেনকে হাইড্রোজেন আয়ন রূপে ছেড়ে দেয়।
যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না তাদেরকে এসিড বলার কোন সুযোগ নেই।
মিথেন (CH4)একটি হাইড্রোকার্বন। মিথেন অ্যালকেনের একটি সদস্য। মিথেন জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না। ফলে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে না। যেহেতু মিথেন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না , সুতরাং মিথেন কখনোই এসিড নয়। লক্ষ্য করুন , মিথেনের মধ্যে হাইড্রোজেন রয়েছে চারটি কিন্তু মিথেন কখনোই এসব হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন রুপে H+যদিও দ্রবণে ছড়িয়ে দেয় না।
আরো পড়ুন
যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না তাদেরকে এসিড বলার কোন সুযোগ নেই।
মিথেন (CH4)একটি হাইড্রোকার্বন। মিথেন অ্যালকেনের একটি সদস্য। মিথেন জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না। ফলে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে না। যেহেতু মিথেন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না , সুতরাং মিথেন কখনোই এসিড নয়। লক্ষ্য করুন , মিথেনের মধ্যে হাইড্রোজেন রয়েছে চারটি কিন্তু মিথেন কখনোই এসব হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন রুপে H+যদিও দ্রবণে ছড়িয়ে দেয় না।
আরো পড়ুন
জলীয় দ্রবনে যে H+ উৎপন্ন করে না সেটা সব জায়গায় লেখা কিন্তু আমি বুঝব কিভাবে যে H+ আয়ন দেয় নাকি H-? ব্যাখ্যাসহ দিবেন।
ReplyDeleteআমি
ReplyDelete