[ ]খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?-(আমাদের জীবনে রসায়ন: নবম-দশম শ্রেণি)

খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?


উত্তর: খর পানিতে সাধারণত ক্যালসিয়াম(Ca²⁺), ম্যাগনেসিয়াম(Mg²⁺), আয়ন ও আয়রন(Fe²⁺) আয়ন থাকে। এসব আয়নের হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে। এ কারণেই মূলত খর পানিতে সাবান ফেনা তৈরি করে  না।


R-COONa +H₂O→R-COO⁻    +Na⁺


এখানে,


সাবান=  R-COONa                  




R-COO⁻ +Mg²⁺/Ca²⁺/Fe²⁺→(R-COO)₂Mg



এখানে,

খর পানির উপাদান=Mg²⁺/Ca²⁺/Fe²⁺


অদ্রবণীয় গাদ=(R-COO)₂Mg (ম্যাগনেসিয়াম অ্যাসিটেট)



খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?



আরো পড়ুুন :ডিটারজেন্ট বা সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে?


Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য