[ ]খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?-(আমাদের জীবনে রসায়ন: নবম-দশম শ্রেণি)
খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?
উত্তর: খর পানিতে সাধারণত ক্যালসিয়াম(Ca²⁺), ম্যাগনেসিয়াম(Mg²⁺), আয়ন ও আয়রন(Fe²⁺) আয়ন থাকে। এসব আয়নের হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে। এ কারণেই মূলত খর পানিতে সাবান ফেনা তৈরি করে না।
R-COONa +H₂O→R-COO⁻ +Na⁺
এখানে,
সাবান= R-COONa
R-COO⁻ +Mg²⁺/Ca²⁺/Fe²⁺→(R-COO)₂Mg
এখানে,
খর পানির উপাদান=Mg²⁺/Ca²⁺/Fe²⁺
অদ্রবণীয় গাদ=(R-COO)₂Mg (ম্যাগনেসিয়াম অ্যাসিটেট)
আরো পড়ুুন :ডিটারজেন্ট বা সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে?
Comments
Post a Comment