【 】পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮২ বছর ‌। ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন ছিল । বর্তমানে পিতার বয়স কত?

 পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮২  বছর ‌। ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন ছিল । বর্তমানে পিতার বয়স কত?

ক)১০ বছর

খ)৩০ বছর

গ)৬৫ বছর

ঘ)৭০ বছর


উত্তর:বর্তমানে পিতার বয়স ৬৫ বছর।

ব‍্যাখা:৫ বছর পূর্বে,

●পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন অর্থ‍্যাৎ ৫:১

তাহলে,৫ বছর পূর্বে

পিতার বয়স =৫x  বছর

পুত্রের বয়স = x  বছর

বর্তমানে পিতার বয়স =(৫x + ৫)  বছর

বর্তমানে পুত্রের বয়স = (x + ৫ ) বছর

শর্তমতে,

বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮২ বছর
(৫x + ৫  + x + ৫ )  = ৮২ 

বা,৬x + ১০ = ৮২

বা, ৬x = ৮২ -১০

বা, ৬x = ৭২

বা, x = ৭২ /৬

বা, x = ১২ বছর

বর্তমানে পিতার বয়স =(৫x + ৫  )বছর
                                 =( ৫ × ১২ + ৫ )বছর

                                  = (৬০ + ৫ ) বছর
                                    = ৬৫ বছর


বিকল্প পদ্ধতি:

৫ বছর পূর্বে,

●পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন অর্থ‍্যাৎ ৫:১

●অনুপাতদ্বয়ের যোগফল = ৫ + ১ = ৬


৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল = ৮২ - ৫×২

                                                                      = ৮২ -১০

                                                                       = ৭২ বছর

●৫ বছর পূর্বে পিতা বয়স ছিল (৭২ এর ৫/৬) = ৬০ বছর

●বর্তমানে পিতার বয়স = ৬০+ ৫ = ৬৫ বছর


Next


Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য