CO2 এর লুইস ডট চিত্র ও মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা||কার্বন ডাই অক্সাইডের(CO2) লুইস ডট চিত্র আঁকো
কার্বন ডাই অক্সাইডের(CO2) লুইস ডট চিত্র আঁকার জন্য প্রথমে আমাদেরকে কার্বন-ডাই-অক্সাইড যৌগের মধ্যে যতগুলো ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন আছে তা গণনা করতে হবে।
কার্বন (C) পর্যায় সারণির 4A এ গ্রুপে অবস্থিত। ফলে কার্বনের যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন হল 4। অধিকিন্তু, অক্সিজেনের পর্যায় সারণিতে অবস্থান হল 6A তে। ফলে অক্সিজেনের যোগ্যতা ইলেকট্রন হলো 6 ।
CO2 তে (4 + 6×2) = 4 + 12 = 16 টি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সি ইলেকট্রন রয়েছে।
এই 16 টি যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সি ইলেকট্রনের দুইটি কাজ রয়েছে যা একসাথে করে থাকে।প্রথম কাজটি হল তিনটি পরমাণুকে সংযুক্ত করা এবং দ্বিতীয় কাজটি হলো,তাদের অষ্টক পূর্ণ করতে সহায়তা করা।
উল্লেখ্য যে এখানে কার্বন হল কেন্দ্রীয় পরমাণু আর অক্সিজেন হলো বাইরের পরমাণু। কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু ।এর কারণ হলো কার্বনের ইলেকট্রনেগেটিভিটি অক্সিজেন এর চাইতে কম।
CO2 এর লুইস ডট চিত্র থেকে দেখা যায় যে,প্রত্যেকটি অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে কিন্তু কার্বন পরমানুতে কোন মুক্ত জোড় নেই।আরো দেখা যায় যে,একটি কার্বন পরমাণু ও দুইটি অক্সিজেন পরমানুর মাঝে চার জোড়া বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান।
Read More:CO2 লুইস চিত্র
Comments
Post a Comment