কার্বন ডাইঅক্সাইড অণুতে(CO2) মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন কতটি আছে?
কার্বন ডাইঅক্সাইড অণুতে(CO2) মুক্ত জোড়া (Lone Pair) ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৪ জোড়া ।ইহাতে[কার্বন ডাইঅক্সাইড অণুতে(CO2) ]মুক্ত জোড় ইলেকট্রনগুলো অক্সিজেন পরমানুর উপর অবস্থিত।
কার্বন ডাইঅক্সাইড অণুতে(CO2) বন্ধন জোড় (Bond Pair) ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৪ জোড়া ।ইহাতে[কার্বন ডাইঅক্সাইড অণুতে(CO2) ] বন্ধন জোড় ইলেকট্রনগুলো কার্বন ও অক্সিজেন পরমানুর মাঝে অবস্থিত ।
বিস্তারিত জানতে পড়ুন: CO2 মুক্ত জোড় ও বন্ধন জোড়
কার্বন ডাইঅক্সাইডের অণুতে প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা ৪ টি বা দুই জোড়া এবং কার্বনের শেয়ারকৃত ইলেকট্রন ৮ টি বা ৪ জোড়া।
Comments
Post a Comment