PCl5 এর মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন কয়টি?
ফসফরাস পেন্টাক্লোরাইড অণুতে(PCl5) মুক্ত জোড়া (Lone Pair) ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১৫ জোড়া ।ইহাতে (PCl5) মুক্ত জোড় ইলেকট্রনগুলো প্রতিটি ক্লোরিন পরমানুর উপর ৩ জোড়া অবস্থিত।
ফসফরাস পেন্টাক্লোরাইড অণুতে(PCl5) বন্ধন জোড় (Bond Pair) ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৫ জোড়া । ইহাতে[ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5) ] বন্ধন জোড় ইলেকট্রনগুলো P ও Cl পরমানুর মাঝে অবস্থিত ।
Comments
Post a Comment