১৬৩ সেন্টিমিটার সমান কত ফুট ?(163 cm in feet)

  ১৬৩ সেন্টিমিটারে ৫.৩৫ ফুট হয়।

অর্থাৎ,১৬৩ সেন্টিমিটার = ৫.৩৫ ফুট

Read in English 
ব্যাখা:
এখানে আমরা ৫ টি ধাপে ১৬৩ সেন্টিমিটারকে ফুটে রূপান্তরিত করব।
            
               ধাপ-১:

১৬৩ সেন্টিমিটারকে নিম্নের মত করে পুনরায় লেখ:

১৬৩ সেন্টিমিটার =১৬৩ × ১ সেন্টিমিটার .....(1)


             ধাপ-২:

আমরা জানি,

১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার

বা,১ ইঞ্চি = ২.৫৪ ×১ সেন্টিমিটার

এখন উভয়পক্ষকে ২.৫৪ দ্বারা ভাগ কর

বা, ১ ইঞ্চি/২.৫৪ = ১ সেন্টিমিটার ..........(2)

১৬৩ সেন্টিমিটার  সমান কত ফুট ?(১৬৩ cm in feet)
163 Cm in Feet||163 Cm into Feet

               ধাপ-৩:

সমীকরণ (১) এবং (২)হতে,

১৬৩ সেন্টিমিটার =১৬৩ × (১ ইঞ্চি/২.৫৪)


=৬৪.১৭ ইঞ্চি (Rounding)

অতএব,১৬৩ সেন্টিমিটার = ৬৪.১৭ ইঞ্চি

[১৬৩ সেন্টিমিটারকে ইঞ্চিতে রূপান্তরিত করলে ৬৪.১৭ ইঞ্চি পাওয়া যায়]


পুনরায় লেখ নিম্ন লিখিতভাবে,

১৬৩ সেন্টিমিটার =৬৪.১৭ ×১ ইঞ্চি....(3)

               ধাপ-৪:

আমরা জানি,
১ ফুট =১২ ইঞ্চি


বা, ১ ফুট = ১২ × ১ ইঞ্চি


বা,১ ফুট/১২ = ১ ইঞ্চি ........(4)

             ধাপ-৫:

সমীকরণ (৪) এবং (৩) হইতে,

১৬৩ সেন্টিমিটার = ৬৪.১৭ ×১ ফুট/১২

=৫.৩৪৭৫ ফুট

=৫.৩৫ ফুট (Rounding)

সুতরাং আমরা ১৬৩ সেন্টিমিটারকে ফুটে রূপান্তরিত করলে ৫.৩৫ ফুট পাই।

Next                Previous 



























Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য