•সমুদ্রের গভীরে পানির চাপে মাছের সমস্যা হয় না কেন ?

•সমুদ্রের গভীরে পানির চাপে মাছের সমস্যা হয় না কেন ? 



অধিকাংশ সামুদ্রিক মাছের বাইরের কান না থাকা( যার পর্দায় পানির চাপ বেশি লাগে )  এবং তিমিসহ  অন্য কিছু স্তন্যপায়ী সামুদ্রিক মাছের টিউব আকারের ভিতরে রিংযুক্ত বিশেষ ধরনের ফুসফুস থাকায়  পানির প্রচণ্ড চাপেও এদের সমস্যা হয় না । 



কুকুর , বিড়াল বা কবুতরের মতাে প্রাণীরা পথ হারায় না কেন ? 


উত্তর:
এসব প্রাণীর তীব্র ঘ্রাণশক্তি ( বিশেষত কুকুর ও বিড়াল ) ও দেহে বিদ্যমান ( বিড়ালের কানে ও কবুতরের ঠোঁটে ) বিশেষ ধরনের আয়রন থাকায় , তা পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে দিক চিনে নেয় । ফলে এরা পথ হারায় না । 



উর্ধ্বাকাশে পাখি বা বিমান উড়লে এদের ছায়া মাটিতে পড়ে না কেন ?


 বিশাল আলােক উৎস সূর্য ও বিশাল পর্দা মাটির মাঝে প্রতিবন্ধক উর্ধ্বাকাশের পাখি বা বিমান তুলনামূলকভাবে খুবই ক্ষুদ্র হওয়ায় এবং প্রতিবন্ধক মাটি হতে অনেক উচুতে থাকায় এদের ছায়া মাটিতে পড়ে না ।


Next

Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য