আগুন কী ?||Dark web বলতে কী বােঝায় ?|| বিটকয়েন ( Bitcoin ) কী

আগুন কী ?||Dark web বলতে কী বােঝায় ?||
বিটকয়েন ( Bitcoin ) কী 







প্রশ্ন : আগুন কী ? 



উত্তর : সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে জ্বালানির কার্বন  ও হাইড্রোজেনের মিলনে সৃষ্ট এক বিশেষ রাসায়নিক বিক্রিয়া হলাে আগুন ।


 তাপ ও অলাের মাধ্যমে এ রাসায়নিক বিক্রিয়া শক্তিকে প্রকাশ বা মুক্ত করে । 



প্রশ্ন : Dark web বলতে কী বােঝায় ? 


উত্তর : Dark web হলো প্রচলিত ওয়েব পেজ থেকে কিছুটা আলাদা ওয়েব পেজ , যা লুকানো অবস্থায় । 


সাধারণ ইন্টারনেট ব্রাউজারের পরিবর্তে  বিশেষ কোনাে সফটওয়্যার দিয়ে বা কখনও কখনও বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করে এ পেজ পড়া যায় । 




আগুন কী ?||Dark web বলতে কী বােঝায় ?||  বিটকয়েন ( Bitcoin ) কী




প্রশ্ন : জাতীয় পতাকা আয়তাকার নয় , এমন দেশের নাম কী ? 




উত্তর : নেপালই বিশ্বের একমাত্র দেশ , যার জাতীয় পতাকা আয়তাকার নয় , যুক্ত ত্রিভুজাকার  । 




প্রশ্ন অলিম্পিক গেমসের প্রবর্তক কে ? 


উওর : অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি । 



তবে প্রচলিত ধারণা মতে , গ্রিক দেবতা জিউস ও তার ছেলে হারকিউলিসকে এ অলিম্পিক গেমসের প্রবর্তক মনে করা হয় ।





 প্রশ্ন : জাহেরাইট কী ?



 উত্তর : অ্যালুমিনিয়ামের একটি জটিল ধরনের সালফেট হলাে ‘ জাহেরাইট ” । ১৯৭৭ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লবণ অধ্যুষিত পাহাড়ি এলাকায় বাংলাদেশি বিজ্ঞানী মোহাম্মদ আবদুজ জাহের এ খনিজটি ( আকরিক ) আবিষ্কার করেন।




প্রশ্ন : বিটকয়েন ( Bitcoin ) কী ? ১ বিটকয়েন সমান কত টাকা ?



 উত্তর : ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা হলাে ‘ বিটকয়েন ' । এটা লেনদেনে কোনাে প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়ােজন হয় না। । ১ বিটকয়েন সমান ১১,৩৫ ,৯৪৬.৯৯ টাকা ( জানুয়ারি ২০১৮ ) । 




প্রশ্ন : সেনকাকু দ্বীপ কোথায় অবস্থিত ? উত্তর : জাপানের ওকিনাওয়া দ্বীপ ও চীনের মূল ভূখণ্ড থেকে ২০০ নটিক্যাল মাইল এবং তাইওয়ান থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপ সেনকাকু । 



মজুদ তেল , গ্যাস ও মূল্যবান খনিজসম্পদের অধিকার আদায়ে জাপানের নিয়ন্ত্রণাধীন এ দ্বীপটি নিয়ে চীন - জাপান - তাইওয়ান ত্রিমুখী টানাটানি চলছে । 



 প্রশ্ন : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? এর প্রথম ভিসি কে ছিলেন ?



 উত্তর : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আনুমানিক ১০৯৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় । 



১২৩০ খ্রিস্টাব্দ থেকে পাওয়া রেকর্ড অনুসারে , এ সময় বিশ্ববিদ্যালয়টির ভিসি ছিলেন । ইলিয়াস ডি ডেনিস । 



প্রশ্ন : ইংরেজিতে ‘ of ’ ও ‘ off ' - এর প্রয়ােগগত পার্থক্য কী ?



 উত্তর : সাধারণভাবে উভয়েই Preposition হলেও ‘ of ' এর ’ অর্থে Noun বা Pronoun - এর পূর্বে ( যেমন : a cup of coffee ) এবং off ’ সাধারণত Phrasal verb হিসেবে ( যেমন : take off ) , Prepositional Phrase হিসেবে ( যেমন : off the wall ) বা Particle ( Adverb ) হিসেবে ( যেমন : Stop showing off ) ব্যবহৃত হয় ।



 কখনও কখনও ‘ off , on ' এর বিপরীত অর্থও ( যেমন : Turn on>> Turn off ) প্রকাশ করে । 


 প্রশ্ন : Yellow Journalism সম্পর্কে জানতে চাই । 



উত্তর : উদ্দেশ্যপ্রণােদিতভাবে ভিত্তিহীন রােমাঞ্চকর সংবাদ পরিবেশনই হলাে হলুদ সাংবাদিকতা বা Yellow Journalism ।




প্রশ্ন : মােবাইলে বেজেললেস ( bezel - less ) ডিসপ্লে বলতে কী বােঝানাে হয় ?





 উত্তর : মােবাইল , মনিটর ইত্যাদি ডিভাইসের পর্দার চারপাশের ফাকা স্থানকে bezel বলা হয় । এ ধরনের ডিভাইসে বর্তমানে পর্দাকে বড় করে প্রদর্শন করতে এটার পরিমাণ কমিয়ে আনা হয় , যা bezel less দ্বারা বােঝানাে হয় ।



 প্রশ্ন : জিএমও ( GMO ) সম্পর্কে জানতে চাই ।


 উত্তর : Genetically Modified Organism ( GMO ) হলাে উদ্ভিদের জেনেটিক কোড পরিবর্তন করে প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা তৈরির বিশেষ প্রক্রিয়া । 


এ পদ্ধতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি কিংবা পােকা । বা প্রাকৃতিক ক্ষতি থেকে ফসল রক্ষা করা যায় । 


প্রশ্ন : মেরুজ্যোতি বা Aurora কী ? 



উত্তর : পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি রাতের আকাশে প্রদর্শিত আলােকচ্ছটাই হলাে মেরুজ্যোতি ।


 সূর্যের চার্জিত কণাগুলাে পৃথিবীর বায়ুমণ্ডলের অণু পরমাণুকে আঘাত করলে রঙিন বৃত্তাংশ , রশ্মি , ব্যান্ড বা আলােক ঝরনার আকারে এটা সৃষ্টি হয় । ।


Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য