বিশ্ববিদ্যালয় ভর্তি/বিসিএস প্রস্তুতি: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান,আয়তন,সীমানাও সীমান্ত

বিশ্ববিদ্যালয় ভর্তি/বিসিএস প্রস্তুতি: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান,আয়তন,সীমানাও সীমান্ত #ভূপ্রকৃতির উপর নির্ভর করে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়। এইগুলো হল: ১. পাহাড়ি অঞ্চল: দক্ষিণ-পূর্বে পার্বত্য চট্টগ্রাম ,চট্টগ্রাম ও কক্সবাজার, এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তর সিলেট, ময়মনসিংহ নেত্রকোনা। ২.সোপান অঞ্চল: বরেন্দ্রভূমি ,ভাওয়ালের গড়, লালমাই পাহাড়। এগুলো হলো সোপান অঞ্চল অন্তর্ভুক্ত। ৩. প্লাবন সমভূমি অঞ্চল: পাহাড়ি অঞ্চল ও সোপান অঞ্চল ছাড়া দেশের অবশিষ্ট অঞ্চলগুলোর সমভূমি অঞ্চলে পড়ে।