Posts

Showing posts from October, 2018

প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ?

Image
•প্রশ্ন : প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ?  উত্তর : কেউ ভালাে পরিবেশে বসবাস বা বৈদেশিক মুদ্রা অর্জনের  উদ্দেশ্যে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি জমালে তাকে সাধারণ অর্থে প্রবাসী বলা হয় ।  কেউ বসবাস , অর্থ উপার্জন বা পড়াশুনার উদ্দেশ্যে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে গিয়ে এক বছরের বেশি সময় থাকলে তাকে অভিবাসী বলা হয় ।  আর সশস্ত্র লড়াই বা নিপীড়ন থেকে বাঁচতে কেউ দেশ থেকে পালিয়ে গেলে এবং দেশে ফিরে গেলে জীবনের ঝুঁকি থাকায় তাকে আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার স্বীকৃতি থাকলে তাকে শরণার্থী বলা হয় ।  প্রশ্ন : বিগ ডেটা ( Big data ) কী ?  উত্তর : ইন্টারনেট চালু হওয়ার পর একে অন্যের মাঝে বিশেষত ওয়েব , ই - মেইল , সােশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত তথ্য আদান - প্রদান চলছে । জমাকৃত এ তথ্যের সমষ্টিকেই বলা হয় বিগ ডেটা । বিলিয়ন বিলিয়ন গিগাবাইটের এ তথ্য বিশ্লেষণ করতে শক্তিশালী কম্পিউটার ও উন্নত প্রযুক্তির প্রয়ােজন ।  প্রশ্ন : গারােদের আদি ধর্মের নাম কী ?  উত্নর : গারােদের আদি ধর্ম সংসারেক ।

বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি

Image
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি এই পোস্টে বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য সন্নিবেশ করা হয়েছে। এই তথ্যগুলো যদি আপনি পড়েন,তাহলে বিসিএস প্রস্তুতিতে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন। আন্তর্জাতিক বিষয়াবলি   পূর্ণমান: ২০ ১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি: ০৪ •মেসোপটেমিয়াএলাকার বেশির ভাগ  বর্তমানে যে দেশে— ইরাক । *সুমেরীয় সভ্যতায় প্রথম ব্যবহার শুরু  হয় চাকার । *ক্যালডীয়রা প্রথম সপ্তাহকে বিভক্ত  করে ৭ দিনে । *ক্যালডীয় সভ্যতায় প্রতিদিনকে বিভক্ত  করা হয়১২ জোড়া ঘটায়। * সভ্যতায় সুমেরীয়দের অবদান ছিল- লিখন পদ্ধতি কিউনিফর্ম)। *১২ মাসে বছর, ৩০ দিনে মাস এই গণনারীতি যাদের দ্বারা সূচিত-মিশরীয়দের দ্বারা। *সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় -১৯২২ সালে। *সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান— বর্ণমালা উদ্ভাবন। *লৌহ ব্যবহার প্রথম শুরু করে যে সভ্যতার লোকেরা হিটাইট। *হেলেনিস্টিক সভ্যত গড়ে উঠেছিল-- মিসরের আলেকজান্দ্রিয়ায়।

প্রয়োজনীয় ইংরেজি শব্দের অর্থ ভান্ডার

Image
প্রয়োজনীয় ইংরেজি শব্দের অর্থ ভান্ডার               Next

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?