Posts

Showing posts from July, 2017

BCS Preparation:বিসিএস বাংলা সাহিত্য

BCS Preparation:বিসিএস বাংলা সাহিত্য ১।বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী? ■অস্ট্রিক(পরিকল্পনা কর্মকর্তা:১৫) ২।ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? ■অনার্য ভাষা(ব‍্যক্তিগত কর্মকর্তা:০৬) ৩৷প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন ■বৈদিক(সহকারী পরিচালক:০৬) ৪৷বেদের ভাষাকে কি বলে? ■বৈদিক ভাষা ৫৷বাংলা ভাষার উৎস ■ইন্দো-ইউরোপীয়(শিক্ষক নিবন্ধন:১৪) ৬৷ভারতীয় ভাষার নিদর্শন যে গ্ৰন্থে পাওয়া যায়--- ■ঋগ্বেদ(উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:১৬) ৭)ইন্দো-ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা কোনটি? ■বাংলা(বিজ্ঞাপন আধিকারিক:০৬) ৮)ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা -২টি।(সমাজ কল‍্যান সংগঠন:০৫) ৯)প্রাকৃত শব্দটির অর্থ--স্বাভাবিক।(সহকারি পরিদর্শক:০৫) ১০)বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? ■প্রাকৃত ভাষা(খাদ‍্য পরিদর্শক:১১) Next

General Knowledge:মনে রাখুন-০২(Part-2)|| বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান

Image
বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান ■গঠন অনুসারে শব্দ দুই প্রকার[৯ম প্রভাষক নিবন্ধন] ■বাংলা ভাষায় ঞ এর হরফটির উচ্চারণ--২প্রকারের হয়।(মিঞা,বঞ্চনা)[১৩ তম প্রভাষক ] ■সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়--২বছর পরপর[আবহাওয়াবিদ-০৪] ■নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০ সদস‍্য নির্বাচিত হয়--২বছরের জন‍্য।[সাবরেজিস্টার-২০০৬] ■বান কি মুন এশিয়া  থেকে নির্বাচিত --২য় মহাসচিব।(১ম মিয়ানমারের উথান্ট) ■কানাডা আয়তনে বিশ্বের --২য় দশ। ■জাতীয় পতাকা অর্ধনমিত হয় না---২টি দেশে।(সৌদিআরব ও ইরান) ■ন‍্যাটোভূক্ত মুসলিম দেশ --২টি(সৌদিআরব ও আলবেনিয়া)৷[ঢাবি২০১৫-১৬] ■প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিস বারগ বক্তৃতা ছিল---২মিনিটের। ■জাতীয় পতাকা দিবস--২ মার্চ[২৩তম] ■গঠন অনুসারে শব্দ দুই প্রকার[৯ম প্রভাষক নিবন্ধন] ■বাংলা ভাষায় ঞ এর হরফটির উচ্চারণ--২প্রকারের হয়।(মিঞা,বঞ্চনা)[১৩ তম প্রভাষক ] ■সনেটের অংশ--২টি(অষ্টক  ও ষটক)[২৪ তম বিসিএস] ■ জাতিসংঘ বাংলাদেশের  স্বাধীনতার বিপক্ষে ভেটো দেয়--২টি দেশ।[বেরোবি১৪-১৫] ■বাংলা ভায়ায় যৌগিক স্বরবর্ণ আছে--২টি(ঐ,ঔ)[সাব রেজিস্টার-২০১৬] ■প্রত

ইংরেজি বাক্য গঠন:Normal Sentence Pattern

ইংরেজি বাক্য গঠন:Normal Sentence Pattern ইংরেজি -Sentence -এর Normal Sentence Pattern টি হচ্ছে নিম্নরূপ- ●Subject +Verb +object/complement + Modifier. ●উদাহরণ-I planted a sapling last year. উপরের উদাহরণটিতে I=Subject                                                                   Planted=Verb        a sabling=object  Last year=Modifier. Subject : Active voice এ কার্যসম্পাদনকারী ব‍্যক্তি বা বস্তুই হচ্ছে Subject.সুতরাং Sentence এ কার্যসম্পাদনের জন‍্য Subject ই দায়ী।ইহাকে Sentence এর Agent নামে অভিহিত করা হয়।ইহা সাধারণত: verb এর পূর্বে বসে। প্রত‍্যেকটি ইংরেজি -Sentence-এর অবশ্যই একটি Subject  থাকবে। Imperative Sentence এর Subject হচ্ছে You 'যাহা বুঝে নেওয়া হয় কিন্তু উল্লেখ করা হয় না। বাংলা বাক‍্যে Verb কে 'কে' দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায়,সেটাই Subject. Noun এবং Pronoun Subject হিসেবে ব‍্যবহৃত হয়।Subject একক Noun বিশিষ্ট হতে পারে ,আবার  Noun phrase ও হতে পারে।Noun phrase হচ্ছে একটি শব্দ গুচ্ছ যাহা Noun দিয়ে শেষ হবে কিন্তু কখনও p

General Knowledge:মনে রাখুন-০১ ||বিসিএস/প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: সাধারণ জ্ঞান

Image
বিসিএস/প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: সাধারণ জ্ঞান ■প্রথম  জাতীয় সংসদের স্থায়িত্বকাল---২বছর ৬মাস২১দিন।[শ্রম মন্ত্রণালয়:২০০০] ■বাংলাদেশ সংবিধান--২টি ভাষায় রচিত(বাংলা ও ইংরেজি)[অর্থ সচিব:২০১১] ■দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে--২টি(পাবনা ও আগারগাঁও মানসিক হাসপাতাল)[যোগাযোগ:২০০৬] ■বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির প‍রিমান---২ কোটি ২৫ লক্ষ্য একর।[২৬ তম] ■নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত সদস‍্যপদ লাভ করে----২বার[১৯৭৮ ও ১৯৯৯][সহ.শিক্ষক:২০০৩] ■বাংলাদেশে সামুদ্রিক বন্দর--২টি।[খাদ‍্য অধিদপ্তর:০৬] ■মহিলা ভলিবল খেলার নেটের উচ্চতা--২.২৪মিটার[তুলা উন্নয়ন] ■প্রাচীন বাংলায় রাজত্ব ছিল----২টি[বঙ্গরাজ ও গৌড়] ■বাংলাদেশের সাথে সমুদ্রতীরবর্তী সীমানা  বিদ‍্যমান---২টি দেশের।[চবি.২০১১] ■সুইমিংপুলের লেনের চওড়া---২.৫ মিটার।[তুলা উন্নয়ন] ■বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা আছে--২টি দেশের[সাব রেজিস্টার-২০১৬] ■সমুদ্র এলাকায় মোট গ‍্যাসক্ষেত্র আছে---২টি(সাঙ্গু ও কুতুবদিয়া) ■শহরাঞ্চলের স্থানীয় সরকার ব‍্যবস্থা---২স্তর বিশিষ্ট।(সিটি করপোরেশন ও

BCS General Knowledge:মনেরাখুন-০১

■রাঙ্গামাটি জেলায় মাত্র=০১টি সংসদীয় আসন [ ৩৭তম ] ■বাংলাদেশ সরকারের আর্থিক সন=১লা জুলাই থেকে ৩০ জুন।[ চবি১৫-১৬] ■মুক্তিযুদ্ধে চট্টগ্রাম ছিল=১নং সেক্টরে[ ■বাংলাদেশের জাতীয় সংসদ=১কক্ষ বিশিষ্ট।[আবহাওয়া অধিদপ্তর-২০০৭] ■বাংলাদেশের চট্টগ্রাম EPZ হল=১ম EPZ(প্রতিষ্ঠাকাল১৯৮৩)[পিএসসি২০০৭] ■পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের=১ নং  আসন[পিএসসি-১৯৯৩] ■হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ‍্য-১.৮ কিলোমিটার। ■বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল-১১৮৮১৩ ব.কিমি.[উপজেলা পরিসংখ্যান-২০১০] ■ ■বাংলাদেশ সরকারের আর্থিক সন=১লা জুলাই থেকে ৩০ জুন।[চবি১৫-১৬] ■মুক্তিযুদ্ধে চট্টগ্রাম ছিল=১নং সেক্টরে[ ■বাংলাদেশের জাতীয় সংসদ=১কক্ষ বিশিষ্ট।[আবহাওয়া অধিদপ্তর-২০০৭] ■বাংলাদেশের চট্টগ্রাম EPZ হল=১ম EPZ(প্রতিষ্ঠাকাল১৯৮৩)[ পিএসসি২০০৭ ] ■পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের=১ নং  আসন[পিএসসি-১৯৯৩] ■হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ‍্য-১.৮ কিলোমিটার। ■বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল-১১৮৮১৩ ব.কিমি.[উপজেলা পরিসংখ্যান-২০১০] ■বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে-১ টি জেলার(রাঙামাটি) ■ড.শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে এবং মুস

General Knowledge:শূন্য দিয়ে যা গুরুত্বপূর্ণ

১। ভূকেন্দ্রে>g>>>0 (কারা তত্ত্বাবধায়ক২০১৩) ২। পৃথিবীর কেন্দ্রে >>>g>> 0 ৩৷ শূন্য মাধ্যমে শব্দের বেগ>>>>0 (৩৭তম) ৪৷পরম তাপমাত্রায় গ‍্যাসের তাপমাত্রা>>>0(হিসাব রক্ষক:৯৬) ৫৷কম্পিউটারের I.Q>>>0(Bank=2015) ৬৷ বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আরগন বিদ‍্যমান--০.৮ভাগ ৭৷পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন>>>০ ৮।মূল মধ‍্যরেখার মান>>>0 ৯।সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক>>>০ডিগ্রি সেলসিয়াস। ১০।নিরক্ষরেখার অক্ষাংশ >>০ ডিগ্রি সেলসিয়াস

General Knowledge of Recent Job Exam||সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো

Part-1 সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো ১.অপরাজেয় বাংলার ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ মারা যান- ●২০১৭ সালের ২০ মে। ২.আগে যদি জানতাম -গানটির শিল্পী কে? ●লাকী আকন্দ ৩.সম্প্রতি মঙ্গল শোভাযাত্রাকে স্বীকৃতি দেয় কোন সংস্থা? -●ইউনেস্কো ৪.তোর্সা  নদী কোথায়? ●ভারতের পণ্ডিমবঙ্গে ৫.জাতীয় গণহত্যা দিবস কবে? ●২৫মার্চ ৬.বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম কী? ●বিএনএস শেখ হাসিনা( চট্টগ্রাম) ৭.মানব উন্নয়ন রিপোর্টে  বাংলাদেশের অবস্থান কত? ●১৩৯ তম ৮. বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত? ●৬ষ্ঠ ৯ .সর্বাধিক ভাষার দেশ কোনটি? ●পাপুয়া নিউগিনি(৮৪০টি ভাষা) ১০.শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে? ●সাকিব আল হাসান ১১.সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? --১১০ তম ১২.সম্প্রতি এশিয়ার কোন দেশের প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছে? ---দক্ষিণ কোরিয়া(পার্ক জিউন হাই) ১৩.সম্প্রতি  মালয়েশিয়া-উত্তর কোরিয়া বিরোধ সৃষ্টি হয় কোন ইস‍্যুতে? ●কিম জং ন‍্যামের হত‍্যা কাণ্ড নিয়ে। ১৪.THAAD কী? ●যুক্তরাষ্ট্রের একটি

General Knowledge for Job/BCS General Knowledge

   General Knowledge for Job/BCS General  Knowledge  /সাধারণ জ্ঞান প্রস্তুতি  General Knowledge for Job/BCS General Knowledge   মনে রাখুন-৩ ■৩ জুন,১৯৪৭-মাউন্ট ব‍্যাটেন পরিকল্পনা/ভারতের স্বাধীনতা আইন পাস। ■৩ মার্চ,১৯৭১-স্বাধীনতার ইশতেহার ঘোষণা।বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া। ■৩ জানুয়ারি ,১৯৬৮-আগর তলা ষড়যন্ত্র মামলা দায়ের।     General Knowledge for Job/BCS General Knowledge      মনে রাখুন-৫ ●৫ ফেব্রুয়ারি,১৯৬৬-ঐতিহাসিক ৬ দফা ঘোষণা। ●৫ ডিসেম্বর,১৯৬৯-পূর্বপাকিস্তানের নাম বাংলাদেশ করা হয়।         মনে রাখুন-৮ ■৮ জানুয়ারি ,১৯৬৯-গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত। ◆৮ জানুয়ারি ,১৯৭২-বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়াওয়ালী কারাগার থেকে মুক্তি পান।             মনে রাখুন- ১৫ ●১৫ অক্টোবর,১৯০৫-বঙ্গভঙ্গ কার্যকর হয়। ●১৫ আগস্ট,১৯৪৭-ভারতের স্বাধানতা  লাভ। ●১৫ ফ্রেব্রুয়ারি,১৯৬৯-আগ‍রতলা ষড়যন্ত্র মামলার ১৭তম আসামী সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত‍্যা করা হয়। ●জাতির পিতাকে হত‍্যা করা হয়।                       মনে রাখুন- ১৮ ●১৮ এপ্রিল,১৯৩০-মাস্টার

BCS Preparation/BCS English Literature: Confusion

BCS Preparation/BCS English Literature: Confusion Similar/Dissimilar 1) ● The Daffodils (poem) -William Words Worth       ● To Daffodils (Poem) -Robert Herrick 2)  ● Julius Caesar(Play) -William Shakespeare        ● Caesar and Cleopatra(play) -G.B. Shaw        ● Antony and Cleopatra (play) -William Shakespeare 3)    ●A Midsummer Nights Dream(pla y) -William Shakespeare           ● Midnight's Children (Novel) -Ahmef Salman Rushde 4)    ● Ode to west wind (poem) -P.B.Shelley        ● Ode to Autumn (Poem) -John Keats 5)    ● Patriotism (poem) --Sir Walter  Scott           ● The Patriotism --.  Robert Browning 6)     ● Man and Superman(Comedy) ---G.B. Shaw       ● Men and Women(Poetry Cllection ) -Robert Browning

BCS Exam Preparation:English Literature for BCS Exam.

BCS Exam Preparation:English Literature for BCS Exam .  1."The Climax" of a plotis what happens-(36th,35th) ●at the height  2.Climax is related to -(খু.বি.-০৭-০৮) ◆Drama  3.Comedy is-- [Islamic University[০5-06)] ◆a play that shows terrible things in a way that is intended to be funny.  4.Tragedy means-(ই.বি.-০৫-০৬)  ● a serious play with a sad ending.  5.Protagonist indicates--( anti-corruption -04)  ● the leading character or actor in a play.  6.Melodrama is a kind of play of(-( anti-corruption -14)  ● violent and sensational themes. 7. What is catastrophic?( anti-corruption -04)  ● the tragic end of dramatic event.  8.A climax is----  ●A crisis in a drama.  9.Dirge means--  ●a song expressing grief, lamentation and mourning.  10.Elegy means--- ●It is a poem of Lamentation and mourning.

ইংরেজি preposition শেখার উপায়: Tactic-4 for Learning Preposition

ইংরেজি preposition শেখার  উপায়: Tactic-4 for Learning Preposition কৌশল-৪: যাকে কিছু প্রদান করা হয় বা করতে হবে বা যার ওপর কিছু প্রয়োগ করতে হবে তার আগে To বসে৷এর সাথে দূরত্বের ধারণা কিছুটা জড়িত।ভাবখানা এরুপ যেন কিছু ব‍্যবধান থেকে কোন কিছু কারো প্রতি প্রদান করা হচ্ছে।  The reward will be an incentive to them. ●Incentive-উৎসাহ প্রদান  ◆Light is stimulus to growth in plants. ■Stimulus অর্থ উদ্দীপনা৷এই উদ্দীপনা যে পাই,তার আগে To বসে।  ■ contribution to(অবদান)  ■adequate to(পর্যাপ্ত)  ■beneficial to(উপকারী)  ■ due to(দিতে হবে এমন)  ■indebted to(ঋণী)  ■appeal to(আকৃষ্ট করা)  ■apply to(আবেদন করা) ■confide toবিশ্বাস করে কোন কিছু দেয়া) ■explain to(ব‍্যাখা করা)  ■owe to(ঋণী থাকা) ■present to(উপহার দেয়া)  ◆respond to(জবাব দেয়া) ◆reply to ◆subscribe to ●submit to  ◆yield to ◆ His contribution to our literature is great. ◆ The supply in adequate to our need. ◆ Exercise is beneficial to health. ◆ A beautiful child was born to this couple. ◆ Our gr

Preposition শেখার উপায়:Learning prepositions in English- Tactic-3

Preposition শেখার  উপায়:Learning Tactic-3 মনোভাব প্রকাশক VERB+TO+যার প্রতি উক্ত মনোভাব প্রকাশ করা হয়। Adhere to (লেগে থাকা) agree to (রাজি হওয়া) dedicate to  listen to (শ্রবণ করা ,মনোযোগ দেয়া) entrust toবিশ্বাস করে দেয়া) object to(আপত্তি করা) accede to(সম্মত হওয়া) devote to(ভালো কাজে নিযুক্ত করা) ■She acceded to my proposal of going out for a walk by the riverside. ◆ Despite strong opposition from many people we adhered to our principles. ◆ He agreed to my proposal that we should be business partners. ● Now I can understand that the traditions of Bangladesh had so far clung to me. ● She still clings to the belief that her husband will come back someday.

ইংরেজি শেখার উপায়: Sentences for Fluence in English:Look Forward to

ইংরেজি শেখার উপায়: Sentences for Fluence in English:Look Forward to ■He is looking forward to + Verb (ing) ■Karim is looking forward to meeting him. = করিম তার সাথে সাক্ষাতের জন্য খুব উদগ্ৰীব। ■He is looking forward to going for a tour with you. = সে তোমার সাথে ভ্রমনের জন্য মুখিয়ে আছে। ■I'm looking forward to spending vacation with my wife. = আমি স্ত্রীর সাথে ছুটি কাটাতে মুখিয়ে আছি। ■I'm looking forward to learning the office program. = আমি অফিস প্রোগ্ৰাম  শেখার জন্য মুখিয়ে আছি। ■I am looking forward to visiting National Museum. = আমি জাতীয় যাদুঘর পরিদর্শনের জন্য মুখিয়ে আছি। ■He is looking forward to getting together with my school friend. = সে স্কুল বন্ধুদের সাথে একত্রিত হওয়ার জন্য মুখিয়ে আছি। ■I am looking forward to graduating from Dhaka University. = আমি ঢাকা ভার্সিটি থেকে গ্রাজুয়েট হওয়ার জন্য মুখিয়ে আছি। ■He is  looking forward to watching the  cricket match=সে ক্রিকেট খেলাটি দেখার জন্য মুখিয়ে আছি। ■They are looking forward to taking part in the exam

ইংরেজি শেখার উপায়: Sentences For Fluency in English

ইংরেজি শেখার  উপায়: Sentences For Fluency in English 👏l am having problem with you - অামি তোমায় নিয়ে সমস্যা অাছি। ◆I'm having trouble with this laptop - অামি এই কম্পিউটার নিয়ে সমস্যা অাছি। ◆He's having hassle with me - সে অামাকে নিয়ে সমস্যায় অাছে। ◆The hassle is I don't have any money - সমস্যাটা হচ্ছে অামার টাকা নাই। ◆The problem is I haven't any time - সমস্যাটা হচ্ছে অামার কোনো সময় নাই। ◆The hassle is I haven't any buddy here - সমস্যাটা হচ্ছে এখানে অামার কোনো বন্ধু নেই‌ ◆The trouble is I had no e-book - সমস্যাটা হচ্ছে অামার কোনো বই ছিল না। ■The problem is you aren't fit for this job - সমস্যাটা হচ্ছে তুমি এই চাকরির উপযুক্ত নয়। .

Preposition Learning Tactic-2 ||ইংরেজি শেখার উপায়

Preposition Learning Tactic-2 ||ইংরেজি শেখার উপায় Preposition Learning Tactic-2 ●মনোভাব প্রকাশক ADJECTIVE +To+যার প্রতি উক্ত মনোভাব প্রয়োগ করা হয়। ■Addicted to(আসক্ত) ■Alive to(সচেতন) ■Affectionate to(স্নেহপরায়ন) ■Attentive(মনোযোগী) ■ blind toউদাসীন,ইচ্ছে-অন্ধ) ■Callous to(উদাসীন) ■Deaf to (উদাসীন) ■faithful to(বিশ্বস্থ) ●grateful to (কৃতজ্ঞ) ■Indifferent to(উদাসীন) ■kind to (দয়ালু) ■Obedient to(বাধ্য, নমনীয়) ●Obliged to(বাধিত,অনুগত) ◆partial (পক্ষপাতপূর্ণ) ●He is addicted not only to Wine but also to heroine. ● Be alive to your own faults. And don't find fault with others. ● Mr. Rahaman is very affectionate to he is pupils. ● The greatest problem is that she is not attentive To her studies. ◆ It is good that he is amenable to good suggestions. ● I am grateful to you for your help.

Learn English Vocabularies tactically ||ইংরেজি ভোকাবুলারি শেখার উপায়

Use Of Wise to make New Words Learn English Vocabularies tactically ||ইংরেজি ভোকাবুলারি শেখার উপায় ■Length-দৈর্ঘ‍্য ■Lengthwise-দৈর্ঘ‍্য-বরাবর ■Letter-বর্ণ ■Letterwise-বর্ণ অনুসারে ■Roll-নামের তালিকা ■Rollwise-তালিকায় নামগুলো যেভাবে রয়েছে ঠিক সেই ক্রম অনুসারে ■Rank-পদ ■Rankwise-পদক্রম অনুসারে ◆Grade -ধাপ ◆gradewise-ধাপ অনুসারে ◆Breadth-প্রস্থ ◆Breadthwise-প্রস্থ অনুসারে ◆score-পয়েন্ট ◆scorewise-পয়েন্ট অনুসারে ◆clock-ঘড়ি ◆clockwise-ঘড়ির কাটা যে দিকে ঘোড়ে সেদিকে

Tactic-1 for Learning Prepositions ||ইংরেজি শেখার সহজ উপায়

Image
Tactic-1 for Learning Prepositions ||ইংরেজি শেখার সহজ উপায় Tactic-1:মনোভাব প্রকাশক VERB+TO+যার প্রতি উক্ত মনোভাব প্রকাশ করা হয়।(মনোভাব প্রকাশক VERB এরপর To বসে) ■Accede to(সম্মত হওয়া) ■adhere to(লেগে থাকা) ■agree to(রাজি থাকা) ■cling to(আকড়ে থাকা) ■devote to(ভালো কাজে নিযুক্ত থাকা) ■dedicate to(উৎসর্গ করা) ■listen to(শ্রবণ করা) ■She acceded to my proposal of going out for a walk by the riverside. ◆I am completely opposed to your suggestions. ●conform to(রাজি থাকা) ■hold to(আকড়ে থাকা) ■commit to

Vocabulary for Job Test

Bankrupt =দেউলিয়া = Salvent(সচ্ছল) 2. Brisk = প্রাণবন্ত= Inactive=নিষ্ক্রিয়। 4. Clarity = স্বচ্ছতা,স্পষ্টতা =Confusion= বিভ্রান্তি 5. Celibacy = অনূঢ়াবস্থা, = Matrimony= বিবাহ পরিণত।  6. = Moderate = মধ্যপন্থী, সহনীয়। 7. Considerable = যথেষ্ট= Insignificant =তুচ্ছ। 8. Cursory =দ্রুত = Thorough = পুঙ্খানুপুঙ্খ। 9. Durable =টেকসই = Fragile = ভঙ্গুর। 10. Exonerated =ক্ষালিত = Accused =অভিযুক্ত। 11. Equanimity = প্রশান্তি,মনের শান্তভাব= Resentonent  = ক্ষোভ,রাগ,বিরক্তিবোধ, বিদ্বেষ। 12. Effeminacy = মেয়েলিপনা,দুর্বলতা  = manliness = পৌরুষ,সাহসিকতা। 13. Flagitious = নিষ্ঠুর/অপরাধী = Innocent = নির্দোষ,নিষ্পাপ,সরল। 14. Fiddling = তুচ্ছ= Important = গুরুত্বপূর্ণ। 15. Hirsute = লোমে আবৃত, = Bald= টাক,পালকহীন। 16. Hamper = ব্যাহত,গতিরোধ করা, = Facilitate = সহজতর,সহজ করা। 17. Lenient = সহনশীল,কোমল  = Rude = অভদ্র,দুবির্নীত। 18. Magnanimous = মহানুভব = Selfish = স্বার্থপর 19. Misconstrue = ভুল অর্থ করা, = Grasp Accurately = সঠিকভাবে 20. Naïve = সাদাসিধা,সরল, Cunning = ধূর্ত ,

Learning English Words Tactically

1.awe -সশ্রদ্ধ ■awesome-ভয়ংকর(যা ভয়ের কারণ) ২.quarrel -ঝগড়া করা ●quarrelsome-ঝগড়াটে 3.fear -ভয় ●fearsome-(ভয়ের কারণ)ভয়ংকর 4.weary -ক্লান্ত ●wearysome-ক্লান্তিকর 5.trouble -সমস্যা ●troublesome-অসুবিধাজনক 6.lone -একাকী ●lonesome-নিঃসঙ্গ বোধ করার কারণ ঘটায় এমন 7.loathe -ঘৃণা করা ●loathsome-জঘন‍্য

ইংরেজি শেখার উপায়:I want to+Verb +Object=Spoken English Structure

ইংরেজি শেখার উপায়:I want to+Verb +Object Structure: I want to +Verb + Object ●I want to consume something - আমি কিছু খেতে চাই। ●I want to buy something - আমি কিছু কিনতে চাই। ●I want to go to mosque - আমি মসজিদে যেতে চাই। ●I want to be a satisfied guy - আমি একজন সুখী মানুষ হতে চাই। ●I want to do the work - আমি কাজটি করতে চাই। ●I want to reach my workplace on time - আমি আমার অফিসে ঠিক সময়ে পৌছাতে চাই। ●I want to cook some scrumptious foods - আমি কিছু সুস্বাদু খাবার রান্না করতে চাই। ●I want to go to the historical places আমি ঐতিহাসিক জায়গাগুলি ভ্রমন করতে চাই। Synonyms: ✪ I want to………. ●l need to consume something - আমি কিছু খেতে চাই। ●l want to shop for something - আমি কিছু কিনতে চাই। ●I need to visit mosque - আমি মসজিদে যেতে চাই। ●I want to be a satisfied man - আমি একজন সুখী মানুষ হতে চাই। ●I want to do the paintings - আমি কাজটি করতে চাই। ●I want to reach my administrative center on time - আমি আমার অফিসে ঠিক সময়ে পৌছাতে  চাই।

How to use the same thing in speaking English

■I can say the same thing in different ways in Bengali . - বাংলায় আমি একই কথা বিভিন্নভাবে বলতে পারি| I can say the same thing in various ways in Bengali.  - বাংলায় আমি একই কথা নানাভাবে বলতে পারি| I can say the same thing in many ways in Bengali . - বাংলায় আমি একই কথা অনেকভাবে বলতে পারি, I can say the same thing in multiple ways in Bengali . - বাংলায় আমি একই কথা বহুভাবে বলতে পারি| ●I can say the same thing differently in Bengali.  - বাংলায় আমি একই কথা ভিন্ন-ভিন্নভাবে বলতে পারি, ●There are different ways saying the same thing in Bengali.  - বাংলায় একই কথা বিভিন্নভাবে বলার উপায় আছে। Synonyms: ■i can say the equal issue in special ways. ●I will say the same component in numerous approaches. ●I will say the same thing in lots of methods in bengali . - বাংলায় আমি একই কথা অনেকভাবে বলতে পারি, ●I will say the equal factor in multiple approaches ●l'm able to say the equal element in another way in bengali.  - বাংলায় আমি একই কথা ভিন্ন-ভিন্নভাবে বলতে পারি, ●there are one-

Spoken English:The point is that....

◆ The point is that (মূল বিষয় হচ্ছে ) The point is that he should do the work. – মূল বিষয় হচ্ছে তার কাজটি করা উচিত। The point is that Rahim need to go there. – মূল কথা হচ্ছে রহিমের সেখানে যাওয়া দরকার। ■The point is that she doesn’t know the matter. – মূল বিষয়টি হচ্ছে সে বিষয়টি জানেনা। The point is that I have to finish the task. – মূল বিষয়টি হচ্ছে আমার কাজটি শেষ করতে হবে। The point is that he is a liar. – মূল বিষয়টি হচ্ছে সে একজন মিথ্যাবাদী। Synonyms: The point is that (মূল বিষয় হচ্ছে ) The point is that he ought to do the paintings. – মূল বিষয় হচ্ছে তার কাজটি করা উচিত। The point is that Rahim want to move there. – মূল কথা হচ্ছে রহিমের সেখানে যাওয়া দরকার। ■The factor is that she doesn’t know the matter. – মূল বিষয়টি হচ্ছে সে বিষয়টি জানেনা। The point is that I have to complete the venture. – মূল বিষয়টি হচ্ছে আমার কাজটি শেষ করতে হবে। The factor is that he is a liar. – মূল বিষয়টি হচ্ছে সে একজন মিথ্যাবাদী

Speaking English in Bangla

মোবাইলটি মেরামত করতে হবে - The mobile has to be repaired. টাকাটি পরিশোধ করতে হবে - The money has to be paid. প্রশ্নটি সংশোধন করতে হবে - The question has to be corrected. পিতামাতাকে সম্মান করতে হবে- Parents have to be respected. শার্টটি পরিস্কার করতে হবে - The Shirt has to be washed. দরিদ্রদের সাহায্য করতে হবে - The poor have to be helped. টেবিলটি পরিস্কার করতে হবে - The table has to be cleaned. কিছুটা ভিন্ন উপায়ে প্রকাশ করতে শিখুন: মোবাইলটি মেরামত করতে হবে - The mobile must be repaired. টাকাটি পরিশোধ করতে হবে - The cash must be paid. প্রশ্নটি সংশোধন করতে হবে - The query needs to be corrected. পিতামাতাকে সম্মান করতে হবে- dad and mom have to be reputable. শার্টটি পরিস্কার করতে হবে - The shirt needs to be washed. দরিদ্রদের সাহায্য করতে হবে - The poor need to be helped. টেবিলটি পরিস্কার করতে হবে - The desk must be cleaned.

English Words used in English Newspapers

1. ultra poor family – হতদরিদ্র পরিবার 2. uneven developments and disparities – অসম উন্নয়ন ও বৈষম্য 3. aforementioned crisis – উপরোক্ত সংকট 4. feasible and realistic – সম্ভবপর এবং বাস্তবসম্মত 5. farce end – প্রহসন শেষ 6. relocation – স্থানান্তর 7. infrastructure and facilities – অবকাঠামো ও সুযোগ-সুবিধা 8.. bizarre – উদ্ভট 9 .effluent treatment plant – প্রবহমাণ শোধনাগার 10. Regrettably – আফসোস Synonyms: 1. ultra negative own family – হতদরিদ্র পরিবার 2. uneven traits and disparities – অসম উন্নয়ন ও বৈষম্য three. aforementioned crisis – উপরোক্ত সংকট four. feasible and practical – সম্ভবপর এবং বাস্তবসম্মত 5. farce stop – প্রহসন শেষ 6. relocation – স্থানান্তর 7. infrastructure and facilities – অবকাঠামো ও সুযোগ-সুবিধা eight.. weird – উদ্ভট nine .effluent remedy plant – প্রবহমাণ শোধনাগার 10. regrettably – আফসোস

Learning English Word s

Synonym/Similar Word/ Word Meaning 1.  Regicide =রাজহত্যা =Killing of king 2. Disparity =অসমতা,পার্থক্য= Difference 3. Green-eye = ঈর্ষান্বিত= Jealous/ Envious 4. Stimulate = উদ্দীপিত করা/উত্তেজিত করা= Arouse/ Excite/Animate. 5. Stingy =কৃপণস্বভাব/ব্যকুন্ঠ = Mean/Parsimonious/Miserly. 6. Man of parts = গুণী ব্যক্তি = Tatended 7. Long for  =ইচ্ছা করা= Desire . 8. Petulant =অস্থির/অধৈর্য় = Important 9. Fauna =প্রাণিকূল= Animal . 10. Bibliography =গ্রন্থপঞ্জি = List of books. 11. Bonafide = প্রকৃত/আসল =Genuine. 12. Hindrance =বাধা = Barrier 13. At a loss =হতবুদ্ধি= Being Puzzled. 14. Augment =বর্ধিত করা = Extend 15. Subtainable= টেকসই = Maintainable 16. Mentor =পথপ্রদর্শক = Guide 17. Velocity =বেগ = Speed 18. Ingenuous = অকপট/সরল= Naïve 19. Reimburse = পরিশোধ/প্রত্যর্পণ,ফেরত দেয়া = Refund 20. Scandal = কলঙ্ক, পরনিন্দা=Disgrace,libel 21. Infinite =অসীম/অন্তত/নিরবধি/অবিরাম = Endless 22. Kudos = খ্যাতি/সম্মান/প্রশংসা = Praise 23. Gratis =বিনামূল্যে,নিখরচা = Free 24

Commonly used English Words for Newspapers

1. manifold – নানাবিধ 2. poor planning and widespread pilferage – দরিদ্র পরিকল্পনা এবং ব্যাপক চুরি 3. ordeal – কঠোর পরীক্ষা 4. grievous – মর্মান্তিক 5. impending crisis – আসন্ন সংকট 6. burgeoning economy – উদীয়মান অর্থনীতি 7. paradigm – দৃষ্টান্ত 8. Sustainable Development Goals – টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 9. eradicating poverty – দারিদ্র্য দূরীকরণ 10. extreme poverty – চরম দারিদ্রতা

The English words used in English Newspapers

1. aftermath -. পরিণাম 2. avert extreme form - চরম পথ এড়ানো 3. ambivalence - বিরোধ 4. referendum - কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য সর্বসাধারণের ভোটগ্রহণ 5. indivisible and inalienable - অবিভক্ত এবং অযৌক্তিক 6. centripetal forces - কেন্দ্রীয় শক্তি বাহিনী 7. political integration - রাজনৈতিক একীকরণ 8. Reclamation of sovereignty - সার্বভৌমত্বের পুনঃতদন্ত 9. xenophobia - বিদেশীদের সম্বন্ধে অহেতুক ভয় 10. unrestrained immigrant inflow - অস্থাবর অভিবাসী প্রবাহ

Spoken English in Bangla, Bangla to English speaking

Structure-1: verb+ let + verb ✪ Let - কর/করতে দাও  নিজে একটা কাজ করলে এবং অন্যকেও সেটা করতে দিলে। Example: Live let live. - নিজে বাচুন এবং অন্যকে বাচতে দিন। Learn let learn- নিজে শিখুন অন্যকে শিখতে দিন। Eat let eat. -   নিজে খাও অপরকে খেতে দাও। Win let win. - নিজে জিতো অপরকে জিততে দাও। Go let go. - নিজে যাও অন্যকে যেতে দাও। Play let play. - নিজে খেলো অন্যকে খেলতে দাও। Structure-2: Let us do sth. (প্রস্তাব করতে বা সাহায্য  offer করতে ইহা ব‍্যবহার করা হয়।) ১.শুরু করা যাক,করব কী? -Let's make a start,shall we? Structure-3: Let somebody do something ২.Let me help him with these things.(এই জিনিসগুলো দিয়ে তাকে সাহায্য করতে দিন) ●Let's=let us Structure-4: Let's see. যখন আপনি কোন কিছু মনে করার চেষ্টা করছেন বা কোন কিছু সম্পর্কে চিন্তা করার চেষ্টা করছেন। ---Today's date is-let's see,May 20th. --Let'see, where did i saw?

English Sentence Structures in Bangla

Verb Pattern-12 ◆Subject +Verb+Preposition+Prep.object -He don't believe in his words.(সে তার কথায় বিশ্বাস করে না) Verb Pattern-13 ◆Subject+ Verb+ not+(Not)to infinitive. -Girls want to play. (বালিকারা খেলতে চাই ) - রহিম যাবে না বলে ঠিক ক‍রেছিল । -Rahim decided not to go. Verb Pattern-14 Subject + Verb+noun/pronoun+(not)+to infinitive. -Rahim asked me to do it.( রহিম আমাকে এটা করতে বললেন ) -He told me not to worry.(সে আমাকে চিন্তা না করতে বলেছিল )

Spoken English

Spoken English    Structure:Sub.+Would like to +Verb ১)He would like to drink a cup of tea. (সে এক কাপ চা খেতে চায়।) ২)Karim would like to drink a cup of coffee.(করিম এক কাপ চা খেতে চায়।) ৩)He would like to play football.(সে ফুটবল খেলতে চাই।) ৪)Karim would  like to play  football.(করিম ফুটবল খেলতে চায়৷) ৫)He would like to meet you.(সে তোমার সাথে দেখা করতে চাই ) 6.Salim would like to go shopping now.(সেলিম এখন শপিং করতে যেতে চাই) 7.Mahmuda would like to eat some mangoes.

Spoken English in Bangla

Structure: It is your /his/my/Rahim's turn to+Verb+ object. ● It is my turn to assist him. -এবার আমার তাকে সাহায্য করার পালা। ●It is your turn to assist him. -এবার তোমার পালা তাকে সাহায্য করা। ●It is Rahim's turn to assist him. -এইবার রহিমের পালা তাকে সাহায্য করা। ●It’s my turn to find out a restaurant. - এবার আমার একটা  খাবারের হোটেল খুঁজে বের করার পালা। - Find out-খুঁজে বের করা ●It’s your turn to complete the work. - এবার তোমার কাজটি শেষ করার পালা। ●It’sRahim's turn to choose a dress. - এবার রহিমের পালা একটা ড্রেস পছন্দ করার। ●It’s her turn to sing a song. - এবার তাঁর পালা একটা গান গাওয়ার। ●It’s Babu's turn to pay for lunch. - এবার বাবুর পালা দুপুরের খাবারের বিল পরিশোধের।  ●It’s your turn to tell you a secret. - এবার তোমার পালা  একটি গোপন কথা বলার। ●It’s his turn to give her a gift. - এবার তাকে তাকে (নারী)একটা গিফট দেওয়ার পালা।

The Verbs that take V+ing after them

নিম্নের Verb গুলোর পর V+ing বসে।   ◆  Admit ●Begin ●Deny ●Finish ●Keep ●Mind ●Practice ●Recall ●Risk ●Stop   Admit-স্বীকার করা You admit doing something.   -He admitted makaking a mistake    Begin- শুরু করা    ● Begin doing something.        -He began teaching in 1984. Deny-অস্বীকার করা     ●Deny doing something     -I have denied murdering a woman at a remote picnic spot.  Finish-শেষ ক‍রা      ●Finish doing something.     - I have finished typing the report just minutes before it  was due. Keep-কোন কিছু করতে থাকা ●Keep doing somethingKeep on doing something   -I keep telling you ,but you won't listen! -I keep thinking about joe in that place.  Not mind doing something  -কোন কিছু করতে আগ্ৰহী হওয়া ●I don't mind waiting a little longer.  Risk ●Risk doing something -Risk doing something -খারাপ ফলাফলের সম্ভাবনা প্রবল থাকা সত্ত্বেও কিছু করা -Are you prepared to risk traveling without an armed guard? Stop

English Sentence

                10 Patterns Verb Pattern-1: Subject  + Verb # পাখিরা গান করে-Birds sing. Pattern-2: Subject  +Verb  +Predicative word or phrase #এটা একটি ছবি-This is a picture. Pattern-3: Subject  + Verb   +Direct Object(বস্তুবাচক) #আমি এইমাত্র আমার প্রাতরাশ খেয়েছি-I have just eaten my breakfast. Pattern-4: Subject + Verb + Indirect Object(ব‍্যক্তি বাচক) +Direct Object(বস্তু বাচক). #আমি তোমার সাফল‍্য কামনা করি-I wish you success. Pattern-5: Subject +Verb+ Direct object+ Preposition+ Indirect object #আমি ছবিটি আমার বন্ধুকে দিয়েছিলাম-I gave the picture to my friend. Pattern-6: Subject + Verb +Object +Noun(Complement). #আমরা ছেলেটিকে বাবলু বলে ডাকি-We call the boy Bablu. Pattern-7: Subject +Verb + Object+Adjective(Complement) #সূর্য আমাদের উষ্ণ রাখে-The sun keeps us warm. Pattern-8: Subject +Verb +  object +Prresent Participle(Complement) #প্রিন্সিপাল আমাদের অপেক্ষামান রেখেছিলেন-The Principle kept us waiting. Pattern-9: Subject +Verb + Object+Past Partic

Ten Tips For Improving Your English

Ten Tips For Improving Your English Tip-1: Read a English Newspaper at least 10 minutes per day. Tip-2: Watch news in English at least 10 minutes per day. Tip-3: Read a grammar book at least 10 minutes per day. Tip-4:Think about any topic in English and try to Speak alone. Tip-5:Everyday at least 10 minutes copy and write anything in English. Tip-6: Listen to music in English and try to repeat it. Tip-7: Try to read children's book and watch children's cartoons. Tip-8: Try to find a partner to speak English with. Tip-9: Go to youtube,watch a video on spoken English and copy the teacher. Tip-10: Be confident in case of speaking english.If you don't feel confident,then watch and listen the end dialogue of Bangla Boss movie.

Appropriate prepositions for university admission

1.Are you acquainted-----anyone at BRUR? a) With b) in Ans.with Information ■Acquaint with-পরিচিত হওয়া ■Acquiesce in--মেনে নেওয়া ■Adapt to something-খাপ খাওয়ানো ■Adept at-দক্ষ ■Alternative to-দক্ষ(28th BCS) ■Aloof from-দুরে থাকা ■Ambitious of ◆Ambition for ◆Amenable to

Appropriate prepositions

●Accord with something-মিল থাকা Synonyms:                     ●Agree with,                     ● fit with,                     ●conform with

Appropriate preposition

1.I have a saving account---- Standard Bank.(সহকারি পরিচালক-২০০৩) a) with b)into Ans:With Information 1.a/an account with (bank) --ব‍্যাংকে হিসাব থাকা ২.who will account-----the loss.(job test-11) a) for b)of Information ◆Account for something =কোন কিছুর জন‍্য জবাবদিহিতা করা =ধ্বংস করা ◆Account to sb for sth. ◆On Account of =জন‍্যে Synonyms: 1.by reason of 2.owing to 3.for the sake of 4.because of 5.on the basis of 6.on the grounds of ◆on no account=কখনও না Synonyms:never,not at all,no way

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?