Posts

Showing posts from January, 2023

৪ কে শতকরায় প্রকাশ কর

     ৪০০% ব্যাখা: ৪ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ৪ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ৪ ×  ১                    ধাপ -২: ১  কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ৪ ×  ১ = ৪ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, (৪ × ১০০)% = (৪০০ )% =৪০০%

৪/৫ কে শতকরায় প্রকাশ কর

   ৮০ % ব্যাখা: ৪/৫ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ৪/৫ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ৪/৫ × ১                    ধাপ -২: ১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ৪/৫ × ১ = ৪/৫ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, ৪/৫ × ১০০% = (৪০০/৫ )% লব ও হরকে ৫ দ্বারা ভাগ করে = (৪০০÷৫)/(৫÷৫) % =(৮০/১)% =৮০%

১ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

    ১০০ % ব্যাখা: ১ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ১ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ১ × ১                    ধাপ -২: ১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ১ × ১ = ১ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, (১ × ১০০)% = (১০০ )% =১০০%

১/৪ কে শতকরায় প্রকাশ কর

    ২৫% ব্যাখা: ১/৪ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ১/৪ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ১/৪ × ১                    ধাপ -২: ১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ১/৪ × ১ = ১/৪ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, ১/৪ × ১০০% = (১০০/৪ )% লব ও হরকে ২ দ্বারা ভাগ করে = (১০০÷২)/(৪÷২) % =(৫০/২)% আবার,লব ও হরকে ২ দ্বারা ভাগ করে =(৫০÷২)/(২÷২)% =(২৫/১)% =২৫%

৩/৫ কে শতকরায় প্রকাশ কর

    ৬০% ব্যাখা: ৩/৫ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ৩/৫ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ৩/৫ × ১                    ধাপ -২: ১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ৩/৫ × ১ = ৩/৫ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, ৩/৫ × ১০০% = (৩০০/৫ )% লব ও হরকে ৫ দ্বারা ভাগ করে = (৩০০÷৫)/(৫÷৫) % =(৬০/১)% =৬০%

৫/৮ কে শতকরায় প্রকাশ কর

    ৬২.৫% ব্যাখা: ৫/৮ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ৫/৮ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ৫/৮ × ১                    ধাপ -২: ১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ৫/৮ × ১ = ৫/৮ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, ৫/৮ × ১০০% = (৫০০/৮ )% লব ও হরকে ২ দ্বারা ভাগ করে = (৫০০÷২)/(৮÷২) % =(২৫০/৪)% আবার,লব ও হরকে ২ দ্বারা ভাগ করে =(২৫০÷২)/(৪÷২)% =(১২৫/২)% =৬২.৫%

৩/৪ কে শতকরায় প্রকাশ কর

  ৭৫% ব্যাখা: ৩/৪ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:                         ধাপ-১: ৩/৪ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়: ৩/৪ × ১                    ধাপ -২: ১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়। ১ = ১০০/১০০                        ধাপ-৩: ৩/৪ × ১ = ৩/৪ × ১০০/১০০                 ধাপ-৪: % = ১/১০০  অতএব, ৩/৪ × ১০০% = (৩০০/৪ )% লব ও হরকে ২ দ্বারা ভাগ করে = (৩০০÷২)/(৪÷২) % =(১৫০/২)% আবার,লব ও হরকে ২ দ্বারা ভাগ করে =(১৫০÷২)/(২÷২)% =(৭৫/১)% =৭৫%

মায়ানমানের সাথে বাংলাদেশের কোন কোন জেলার সীমান্ত রয়েছে?

 রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। ব্যাখা: মায়ানমানের সাথে বাংলাদেশের যে ০৩টি  জেলার সীমান্ত রয়েছে তা হলো: ক) রাঙ্গামাটি খ)বান্দরবান গ)কক্সবাজার

বাংলাদেশের কোন ব্যক্তিকে রাজনীতির কবি (Poet of Politics)বলা হয়?

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাখা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি(Poet of Politics )বলা হয় ।

পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে?

  পরি +ঈক্ষা ব্যাখ্যা: পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো পরি +ঈক্ষা পরীক্ষা= পরি +ঈক্ষা

১৯৭৪ সালের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র

Image
 

English "Sentence" meaning in Bengali

Sentence word meaning in Bengali হচ্ছে বাক্য।Noun হিসেবে English "sentence"শব্দটির বাংলায় অর্থ হচ্ছে বাক্য, যাতে একটি কর্তা ও সমাপিকা ক্রিয়া থাকে।

44 তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার প্রশ্ন

Image
 

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা in English

Many thanks and gratitude ,অথবা বলতে পারেন Thanks and appreciation 

৪৪তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি লিখিত পরীক্ষার প্রশ্ন

Image
  Next

৪৪তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র

Image
 

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?