BCS English:Head Word, Modifiers ||Head Word কি, Modifiers কি
  Head Word কি, Modifiers কি                Head Word কি?       যে শব্দকে কেন্দ্র করে বাক্য গঠিত হয়,তাকে Head Word বলে।Head Word হবে বাক্যের এমনি একটি শব্দ যাকে বাদ দিলে বাক্য তার অর্থ প্রকাশ করতে পারে না।যেমন:       a) The old man  is trying to cross the road.   b) Hearing the News,the young boy  started for home.   c)The colour  of her eyes is blue.       উপরে উল্লিখিত উদাহরণে Bold Word গুলো হল Head Word. এই শব্দগুলো বাদ দিলে বাক্যগুলো তাদেরকে প্রকাশ করতে পারবে না।         Modifier কি?             যে শব্দকে বা ও শব্দসমূহ Head Word এর পূর্বে বা পরে বসে head Word সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান প্রদান করে,তাকে Modifier বলে।যেমন:  The old man is trying to cross the road.এখানে,old শব্দটি Head Word man সম্পর্কে ধারণা দিচ্ছে যে,লোকটি কেমন।  Modifier দুই প্রকার।  যথা:  ১)Pre-Modifier   ২)Post -Modifier       Pre-Modifier:যে শব্দ বা শব্দসমূহ Head Word এর পূর্বে বসেHead word সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে,তাকে Pre-Modifier বলে।যেমন:  a)The learned  professor went to London to attend a ...