【●】প্রবন্ধ রচনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস|| একুশে ফেব্রুয়ারি রচনা||আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা

প্রবন্ধ রচনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস|| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ভূমিকা : একুশে ফেব্রুয়ারি সকল বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন ।বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এ দিনটি অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ঐতিহাসিক দিন এটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়ে বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বের বুকে। বাঙালির রক্তঝরা এ দিনটিকে সারাবিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো "আন্তর্জাতিক মাতৃভাষা" দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রের এই ভাষা। তাই একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়; প্রতিবছর 'একুশে ফেব্রুয়ারি'সারা বিশ্বে পালিত হচ্ছে 'আন্তর্জাতিক মাতৃভাষা 'দিবস হিসাবে। এ দিবসের তাৎপর্য উল্লেখ করে বিশিষ্ট ভাষা বিজ্ঞানী ডঃ হুমায়ুন আজাদ বলেছেন,"আমি মুগ্ধ আমি ...