【】সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি?
   সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি?         সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত আমরা দুইটি ধাপে লিখব।                      ধাপ-১:   প্রথম ধাপে আমরা সোডিয়াম আয়নের সংকেত লিখব:   সোডিয়াম আয়নের সংকেত =Na +   সোডিয়াম আয়নের চার্জ হচ্ছে +1                   ধাপ-২:    দ্বিতীয় ধাপে আমরা হাইড্রোক্সাইড আয়নের সংকেত লিখব:   হাইড্রোক্সাইড এর সংকেত= OH⁻   হাইড্রোক্সাইড আয়নের চার্জ=  -1                     ধাপ-৩:     সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন নিয়ে গঠিত।    Na +           OH⁻    এখন এই দুইটি আয়ন পাশাপাশি লিখে পজেটিভ ও নেগেটিভ সমান করতে হবে।   Na + OH⁻   যেহেতু পজেটিভ ও নেগেটিভ পরস্পর সমান হয়েছে ।সুতরাং এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সংকেত।    সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত =NaOH