General Knowledge for Job/BCS General Knowledge
General Knowledge for Job/BCS General Knowledge /সাধারণ জ্ঞান প্রস্তুতি
General Knowledge for Job/BCS General Knowledge
মনে রাখুন-৩
■৩ জুন,১৯৪৭-মাউন্ট ব্যাটেন পরিকল্পনা/ভারতের স্বাধীনতা আইন পাস।
■৩ মার্চ,১৯৭১-স্বাধীনতার ইশতেহার ঘোষণা।বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া।
■৩ জানুয়ারি ,১৯৬৮-আগর তলা ষড়যন্ত্র মামলা দায়ের।
মনে রাখুন-৫
●৫ ফেব্রুয়ারি,১৯৬৬-ঐতিহাসিক ৬ দফা ঘোষণা।
●৫ ডিসেম্বর,১৯৬৯-পূর্বপাকিস্তানের নাম বাংলাদেশ করা হয়।
মনে রাখুন-৮
■৮ জানুয়ারি ,১৯৬৯-গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত।
◆৮ জানুয়ারি ,১৯৭২-বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়াওয়ালী কারাগার থেকে মুক্তি পান।
মনে রাখুন-১৫
●১৫ অক্টোবর,১৯০৫-বঙ্গভঙ্গ কার্যকর হয়।
●১৫ আগস্ট,১৯৪৭-ভারতের স্বাধানতা লাভ।
●১৫ ফ্রেব্রুয়ারি,১৯৬৯-আগরতলা ষড়যন্ত্র মামলার ১৭তম আসামী সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়।
●জাতির পিতাকে হত্যা করা হয়।
মনে রাখুন-১৮
●১৮ এপ্রিল,১৯৩০-মাস্টার দা সূর্যসেন চট্রগ্রামের অস্ত্রাগার লুট করেন।
● ১৮ জুলাই,১৯৪৭-ভারতের
ভারতের স্বাধানতা আইন,১৯৪৭ পাস হয়।
ভারতের স্বাধানতা আইন,১৯৪৭ পাস হয়।
মনে রাখুন-২৩
●২৩ জুন,১৯৪৭-পলাশীর যুদ্ধ।
●২৩ মার্চ,১৯৪০-লাহোর প্রস্তাব।
●২৩ জুন,১৯৪৯-আওয়ামী লীগ প্রতিষ্ঠা।
●২৩ মার্চ,১৯৬৯-----৬দফা।
●২৩ ফ্রেব্রুয়ারি,১৯৬৯---বঙ্গবন্ধু উপাধি।
মনে রাখুন-২৫
■২৫ মার্চ,১৯৭১---অপারেশন সার্চ লাইট।
■২৫ মার্চ,২০১০--বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন।
Comments
Post a Comment