General Knowledge of Recent Job Exam||সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
Part-1
সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো
১.অপরাজেয় বাংলার ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ মারা যান-
●২০১৭ সালের ২০ মে।
২.আগে যদি জানতাম -গানটির শিল্পী কে?
●লাকী আকন্দ
৩.সম্প্রতি মঙ্গল শোভাযাত্রাকে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
-●ইউনেস্কো
৪.তোর্সা নদী কোথায়?
●ভারতের পণ্ডিমবঙ্গে
৫.জাতীয় গণহত্যা দিবস কবে?
●২৫মার্চ
৬.বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম কী?
●বিএনএস শেখ হাসিনা( চট্টগ্রাম)
৭.মানব উন্নয়ন রিপোর্টে বাংলাদেশের অবস্থান কত?
●১৩৯ তম
৮.বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত?
●৬ষ্ঠ
৯.সর্বাধিক ভাষার দেশ কোনটি?
●পাপুয়া নিউগিনি(৮৪০টি ভাষা)
১০.শততম টেস্টে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
●সাকিব আল হাসান
১১.সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
--১১০ তম
১২.সম্প্রতি এশিয়ার কোন দেশের প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছে?
---দক্ষিণ কোরিয়া(পার্ক জিউন হাই)
---দক্ষিণ কোরিয়া(পার্ক জিউন হাই)
১৩.সম্প্রতি মালয়েশিয়া-উত্তর কোরিয়া বিরোধ সৃষ্টি হয় কোন ইস্যুতে?
●কিম জং ন্যামের হত্যা কাণ্ড নিয়ে।
১৪.THAAD কী?
●যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ব্যবস্থা।
১৫.বাংলাদেশ সুপ্রিমকোর্টের সামনের ভাস্কর্যের নাম কী?
---জাস্টিসিয়া
১৬.তিন পয়সার জোছনার এর লেখক কে?
●সৈয়দ শামসুল হক
১৭.সবচেয়ে কম বয়সী বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক কে?
●সৈয়দ শামসুল হক
১৮.যুক্তরাষ্ট্র কতসালে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা জারি করে?
●১৯৯৭ সালে।
১৯.সম্প্রতি যুক্তরাষ্ট্র এশিয়ার কোন দেশের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার ঘোষনা দিয়েছে?
●মিয়ানমার
২০.FIFA র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত?
●১৮৩।
Comments
Post a Comment