General Knowledge:মনে রাখুন-০২(Part-2)|| বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান
বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান
■গঠন অনুসারে শব্দ দুই প্রকার[৯ম প্রভাষক নিবন্ধন]
■সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়--২বছর পরপর[আবহাওয়াবিদ-০৪]
■নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০ সদস্য নির্বাচিত হয়--২বছরের জন্য।[সাবরেজিস্টার-২০০৬]
■বান কি মুন এশিয়া থেকে নির্বাচিত --২য় মহাসচিব।(১ম মিয়ানমারের উথান্ট)
■কানাডা আয়তনে বিশ্বের --২য় দশ।
■জাতীয় পতাকা অর্ধনমিত হয় না---২টি দেশে।(সৌদিআরব ও ইরান)
■ন্যাটোভূক্ত মুসলিম দেশ --২টি(সৌদিআরব ও আলবেনিয়া)৷[ঢাবি২০১৫-১৬]
■প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিস বারগ বক্তৃতা ছিল---২মিনিটের।
■জাতীয় পতাকা দিবস--২ মার্চ[২৩তম]
■গঠন অনুসারে শব্দ দুই প্রকার[৯ম প্রভাষক নিবন্ধন]
■বাংলা ভাষায় ঞ এর হরফটির উচ্চারণ--২প্রকারের হয়।(মিঞা,বঞ্চনা)[১৩ তম প্রভাষক ]
■সনেটের অংশ--২টি(অষ্টক ও ষটক)[২৪ তম বিসিএস]
■ জাতিসংঘ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ভেটো দেয়--২টি দেশ।[বেরোবি১৪-১৫]
■বাংলা ভায়ায় যৌগিক স্বরবর্ণ আছে--২টি(ঐ,ঔ)[সাব রেজিস্টার-২০১৬]
■প্রত্যয় --২ প্রকার(কৃত ও তদ্ধিত)[১১তম প্রভাষক নিবন্ধন]
■সাহিত্যে অলংকার প্রধানত--২প্রকার(শব্দালংকার ও অর্থালংকার)[৩১তম বিসিএস]
■সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রর আকর্ষণ শক্তি প্রায়---২গুন।[সহ.শিক্ষক ২০১৩]
■দিবাও রাত্রি সমান বছরে আসে---২বার(২১শে মার্চ,২৩সেপ্টেম্বর)৷
■একজন পূর্ণ বয়স্ক মানুষের প্রতিদিন পানি গ্ৰহণ করার প্রয়োজন---২.৫-৩লিটার[শিক্ষক নিয়োগ-২০০৮]
Comments
Post a Comment