ইংরেজি preposition শেখার উপায়: Tactic-4 for Learning Preposition
ইংরেজি preposition শেখার উপায়: Tactic-4 for Learning Preposition
কৌশল-৪: যাকে কিছু প্রদান করা হয় বা করতে হবে বা যার ওপর কিছু প্রয়োগ করতে হবে তার আগে To বসে৷এর সাথে দূরত্বের ধারণা কিছুটা জড়িত।ভাবখানা এরুপ যেন কিছু ব্যবধান থেকে কোন কিছু কারো প্রতি প্রদান করা হচ্ছে।
The reward will be an incentive to them.
●Incentive-উৎসাহ প্রদান
◆Light is stimulus to growth in plants.
■Stimulus অর্থ উদ্দীপনা৷এই উদ্দীপনা যে পাই,তার আগে To বসে।
■ contribution to(অবদান)
■adequate to(পর্যাপ্ত)
■beneficial to(উপকারী)
■ due to(দিতে হবে এমন)
■indebted to(ঋণী)
■appeal to(আকৃষ্ট করা)
■apply to(আবেদন করা)
■confide toবিশ্বাস করে কোন কিছু দেয়া)
■explain to(ব্যাখা করা)
■owe to(ঋণী থাকা)
■present to(উপহার দেয়া)
◆respond to(জবাব দেয়া)
◆reply to
◆subscribe to
●submit to
◆yield to
◆ His contribution to our literature is great.
◆ The supply in adequate to our need.
◆ Exercise is beneficial to health.
◆ A beautiful child was born to this couple.
◆ Our greatful thanks are due to the people who had helped us complete our project.(thanks এর গ্ৰহীতা হলো people)
Comments
Post a Comment