ইংরেজি preposition শেখার উপায়: Tactic-4 for Learning Preposition


ইংরেজি preposition শেখার  উপায়: Tactic-4 for Learning Preposition


কৌশল-৪: যাকে কিছু প্রদান করা হয় বা করতে হবে বা যার ওপর কিছু প্রয়োগ করতে হবে তার আগে To বসে৷এর সাথে দূরত্বের ধারণা কিছুটা জড়িত।ভাবখানা এরুপ যেন কিছু ব‍্যবধান থেকে কোন কিছু কারো প্রতি প্রদান করা হচ্ছে।

 The reward will be an incentive to them.

●Incentive-উৎসাহ প্রদান

 ◆Light is stimulus to growth in plants.

■Stimulus অর্থ উদ্দীপনা৷এই উদ্দীপনা যে পাই,তার আগে To বসে।

 ■ contribution to(অবদান) 

■adequate to(পর্যাপ্ত)

 ■beneficial to(উপকারী)

 ■ due to(দিতে হবে এমন)

 ■indebted to(ঋণী)

 ■appeal to(আকৃষ্ট করা)

 ■apply to(আবেদন করা)

■confide toবিশ্বাস করে কোন কিছু দেয়া)

■explain to(ব‍্যাখা করা)

 ■owe to(ঋণী থাকা)

■present to(উপহার দেয়া)

 ◆respond to(জবাব দেয়া)

◆reply to

◆subscribe to
●submit to
 ◆yield to

◆ His contribution to our literature is great.
◆ The supply in adequate to our need.

◆ Exercise is beneficial to health.
◆ A beautiful child was born to this couple.

◆ Our greatful thanks are due to the people who had helped us complete our project.(thanks এর গ্ৰহীতা হলো people)

Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য