সহজে ইংরেজি শেখার টিপস

সহজে ইংরেজি শেখার  টিপস



১.প্রতিদিন  আয়নার সামনে দাঁড়িয়ে ০৩  মিনিট আপনার পছন্দের বিষয়ের উপর বলুন।থেমে থেমেই বলুন কোন সমস‍্যা নেই।



২.প্রতিদিন ১টি করে Ted talks সেশন শুনুন।



৩.A Practical English Grammar by Thomson বইটি প্রতিদিন দশ মিনিট পড়ুন।



৪.শুদ্ধ ইংরেজি উচ্চারণ শিখতে Android app ব‍্যবহার করুন।



৫.একটি  Paragraph-এর বই থেকে দেখে দেখে একটি করে Paragraph লিখতে শুরু করে দিন।


৫.Android App ব‍্যবহার করে GRE,GMAT ইত্যাদির Analytical Part দেখুন।

Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য