ইংরেজি শেখার উপায়:ঝগড়া হবে ইংরেজিতে

ইংরেজি শেখার উপায়:ঝগড়া হবে ইংরেজিতে

Girl:Do you love Anamika?

Boy: Don't cross your limit. - সীমা ছাড়িয়ে যেওনা।

Girl:What do you want to say to me?

Boy:Keep your voice down .
- গলা নামিয়ে কথা বলো
🔻Girl: Keep your eyes down.
 - চোখ নামিয়ে কথা
বলো।
🔻Boy: I will dip you into dirty water - তোমাকে পচা  পানিতে চুবিয়ে দেব.

Girl:How dare you?

 I will teach you a good lesson - তোমাকে উচিত শিক্ষা দিবো।
Boy: I will kick you out from here - তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে.

Girl: You scoundrel - তুমি বদমাশ,
 What a big devil! - কত বড় শয়তানরে বাবা!
 I will slap off your teeth - থাপ্পর দিয়ে দাত ফেলে দেব.

 Boy: I will make you flat by beating - তোমাকে পিটিয়ে সোজা করে দেব।
Girl:I will see you my foot - তোমাকে দেখে নেবো ।😕
Boy: Mind your language - ভাষা সংযত করো
Girl: Hold your tongue - মুখ সামলে কথা বলো
Boy: Don't grow so far - বেশি বার বেড়ো না।
Girl: Do you think that I am a fool?- তুমি কি মনে কর আমি একটা বোকা?
I know you love Anamika.
Boy: Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেছ?

Girl: You won’t get away more- তুমি আর পার পাবে না.
I will not spare you.
আমি তোমাকে ছাড়বো না।
You have to regret /repent for avoiding me.
আমাকে ফাঁকি দেয়ার জন্য তোমাকে আফসোস করতে হবে।
Boy:Stay in your limit.

Girl:You are so mean.তুমি খুব খারাপ.
But?

How could you do that? তুমি এটা কিভাবে করতে পারলে?
Don't you have any common sense?

Boy: Don't try to be over smart.
বেশি চালাক সাজার চেষ্টা কর না।
I know you want Tuhin and you meet him regularly.

Girl:Get out of my house.
           I say get out.বেরিয়ে যাও।
Boy: What's wrong with you? তোমার সমস‍্যাটি কি?
     Are you kidding with me?
     তুমি কি আমার সাথে মজা করে?
     Don't make angry?
Girl:Have you lost your mind?
তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে?
Have you gone mad? তুমি কি পাগল হয়ে গেছে?
Yes,you are really an insane.

Boy: Don't tell me a mad man.Please, don't put you nose in other's business.
Oil your own machine.নিজের চরকায় তেল দাও।

Comments

  1. wow! It is very nice and informative and effective for weak learners like me,, I feel much glad to read it,, If I read such type of post regularly, my English skill grow up rapidly i think,,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য