অব্যর্থ কৌশলে বা (Scientific Method) বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজে ইংরেজি শেখা বা ইংরেজিতে অনর্গল কথা বলার টিপস

অব্যর্থ কৌশলে বা (Scientific Method) বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজে ইংরেজি শেখা বা ইংরেজিতে অনর্গল কথা বলার টিপস ইস জব ইন্টারভিউগুলো যদি বাংলাতে হত, হয়তোবা এতদিনে অন্তত (at least)একটা না একটা job অবশ্যই পেয়ে যেতাম । কিন্তু সত্যি বিষয়টা হলো, চাকরিটা তো আর হওয়ার নয়। তাই ইংলিশে সাবলীলভাবে(fluently) কথা বলা আমাদের জন্য অত্যন্ত জরুরী যদি চাকরি পেতে চাই তো। আমাদের অধিকাংশ মানুষের problem হলো যে,আমরা ইংরেজিতে কেউ কথা বললে হয়তো শুনে(listen) কিছুটা হলেও তাও বুঝতে পারি কিন্তু বলবার সময় বারবার আটকে যায় বা কষ্ট হয়। যখন আমরা লোকেদের সামনে ইংরজিতে কথা বলার চেষ্টা করি ,তখন আমরা অনেক বেশি সচেতন(conscious) হয়ে পড়ি ।কিছুক্ষণের জন্য একটু ঘাবড়ে যায় । তাই এখানে আমাদের আসল problem হল কনফিডেন্সের (confidence)অভাব ।এই সমস্যার উপর প্রচুর সমাধান আপনি হয়তো internet-এ পেয়ে যাবেন । তারা হয়ত প্রথমে আপনাকে English Grammar শিখতে বলবে বা কোন কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হতে বলবে ।সেখানে তারা আগে আপনাকে শেখাবে কোনটা noun, কোনট...