প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ?
                •প্রশ্ন : প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ?                উত্তর : কেউ ভালাে পরিবেশে বসবাস বা বৈদেশিক মুদ্রা অর্জনের  উদ্দেশ্যে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি জমালে তাকে সাধারণ অর্থে প্রবাসী বলা হয় ।              কেউ বসবাস , অর্থ উপার্জন বা পড়াশুনার উদ্দেশ্যে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে গিয়ে এক বছরের বেশি সময় থাকলে তাকে অভিবাসী বলা হয় ।               আর সশস্ত্র লড়াই বা নিপীড়ন থেকে বাঁচতে কেউ দেশ থেকে পালিয়ে গেলে এবং দেশে ফিরে গেলে জীবনের ঝুঁকি থাকায় তাকে আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার স্বীকৃতি থাকলে তাকে শরণার্থী বলা হয় ।         প্রশ্ন : বিগ ডেটা ( Big data ) কী ?      উত্তর : ইন্টারনেট চালু হওয়ার পর একে অন্যের মাঝে বিশেষত ওয়েব , ই - মেইল , সােশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত তথ্য আদান - প্রদান চলছে । জমাকৃত এ তথ্যের সমষ্টিকেই বলা হয় বিগ ডেটা । বিলিয়ন বিলিয়ন গিগাবাইটের এ তথ্য বিশ্লেষণ করতে শক্তিশালী কম্পিউটার ও উন্নত প্রযুক্তির প্রয়ােজন ।                 প্রশ্ন : গারােদের আদি ধর্মের নাম কী ?       ...