প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ?






•প্রশ্ন : প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ? 


প্রবাসী , অভিবাসী ও শরণার্থীর পার্থক্য কী ?




উত্তর : কেউ ভালাে পরিবেশে বসবাস বা বৈদেশিক মুদ্রা অর্জনের  উদ্দেশ্যে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি জমালে তাকে সাধারণ অর্থে প্রবাসী বলা হয় । 




কেউ বসবাস , অর্থ উপার্জন বা পড়াশুনার উদ্দেশ্যে নিজ জন্মভূমি ছেড়ে অন্য দেশে গিয়ে এক বছরের বেশি সময় থাকলে তাকে অভিবাসী বলা হয় ।





 আর সশস্ত্র লড়াই বা নিপীড়ন থেকে বাঁচতে কেউ দেশ থেকে পালিয়ে গেলে এবং দেশে ফিরে গেলে জীবনের ঝুঁকি থাকায় তাকে আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার স্বীকৃতি থাকলে তাকে শরণার্থী বলা হয় । 



প্রশ্ন : বিগ ডেটা ( Big data ) কী ? 

উত্তর : ইন্টারনেট চালু হওয়ার পর একে অন্যের মাঝে বিশেষত ওয়েব , ই - মেইল , সােশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত তথ্য আদান - প্রদান চলছে । জমাকৃত এ তথ্যের সমষ্টিকেই বলা হয় বিগ ডেটা । বিলিয়ন বিলিয়ন গিগাবাইটের এ তথ্য বিশ্লেষণ করতে শক্তিশালী কম্পিউটার ও উন্নত প্রযুক্তির প্রয়ােজন । 




প্রশ্ন : গারােদের আদি ধর্মের নাম কী ?


 উত্নর : গারােদের আদি ধর্ম সংসারেক । তারা হিন্দু ধর্মাবলম্বীদের মতাে পূজা করে । তাদের প্রধান পূজা ( অনুষ্ঠান )ওয়ানগালা । 




প্রশ্ন : চিকিৎসাশাস্ত্রের প্রতীকে ব্যবহৃত সাপ ও লাঠি সদৃশ বস্তু কীভাবে আসলাে ? 



উত্তর : চিকিৎসা শাস্ত্রের প্রতীকে ব্যবহৃত দুটি সাপ পেঁচানাে একটি উড়ন্ত লাঠির মতাে বহু মূলত গ্রিক দেবতা জিউসের ছেলে দেবতা হার্মিস - এর প্রতীক , যা ক্যাভুসিয়াস নামে পরিচিত । এটা দিয়ে ব্যবসা , আলাপ আলােচনা , মধ্যযুগীয় রসায়ন শাস্ত্র আলকেমি এবং জ্ঞানের সম্পূরক বােঝানাে হতাে । উনবিংশ শতাব্দীর শেষের দিকে আমেরিকান মেডিকেল কোরে একটি লেগো ব্যবহারের প্রয়ােজন পড়লে ভুলবশত ক্যাডুসিয়াসকে চিকিৎসা শাস্ত্রের সাথে সম্পর্কিত মনে করে তারা এটিকেই লােগাে হিসেবে ব্যবহার করেন । সেখান থেকেই বিংশ শতাব্দীর শুরু দিকে এটা আমেরিকাতে প্রথম চিকিৎসা । শাস্ত্রের প্রতীক হিসেবে ব্যবহার করা শুরু হয় । 




প্রশ্ন : বিয়ােগের রাশি কয়টি ও কী কী ? 



 উত্তর : বিয়ােগের রাশি ( অংশ ) দুইটি । যথা : বিয়ােজন ( Minuend — - যে সংখ্যা থেকে বিয়ােগ করা হয় ) এবং বিয়ােজ্য ( Subtrahend — যাকে বিয়ােগ করা হয় ) । 





প্রশ্ন : বিখ্যাত কার্টুন ডােরেমন ' - এর লেখকের নাম কী ? 


উত্তর : জাপানের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ অর্থ উপার্জনকারী কার্টন সিরিজ ‘ ডােরেমন ' - এর কাহিনী রচনা এবং চিত্রণ ( illustration ) করেন Fujiko Fujio ( ছদ্মনাম ) নামে দুইজন লেখক । তাদের প্রকৃত নাম Hiroshi Fujinoto এবং Motoo Abiko । 



 প্রশ্ন : ‘ অ্যাঙ্গলারফিস সম্পর্কে জানতে চাই । 


 উত্তর : গভীর সমুদ্রের বিরলতম মাছ হলাে অ্যাঙ্গলারফিশ । ( Anglerfish ) । গােলাকৃতির এ কালাে মাছটির ভয়ঙ্কর সূচালাে দাত , বড় মুখ ও মাথার ওপর মাইক্রোফোনের মতাে বড় শুঙ্গ রয়েছে । এরা সাধারণত ২০ সেমি । ( ৭.৮৭ ইঞ্চি ) থেকে ১ মি ( ৩ . ২৮ ফুট ) পর্যন্ত লম্বা হয় । 




প্রশ্ন : বােস্টন টি পাটি কী ? 


উত্তর : ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বােল্টনে সংঘটিত একটি রাজনৈতিক প্রতিবাদ হলাে বােস্টন টি পাটি । ১০ মে ১৭৭৩ সালে তাদের পাসকৃত চা আইনের প্রতিবাদ স্বরূপ তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি চায়ের চালান এ সময় ধ্বংস করে ফেলে । 



প্রশ্ন : বিমান বা জাহাজ থেকে জরুরি সংকেত পাঠাতে SOS বার্তা পাঠানাে হয় । এটা দ্বারা কী বােঝানো হয় ?


 উত্তর : ১৮৩০ সালে স্যামুয়েল এফ বি মাের্স কর্তৃক আবিষ্কৃত ‘ মাের্স কোড' ব্যবহার করে এ বার্তা পাঠানাে হয় । এখানে প্রতিটি ইংরেজি অক্ষরের জন্য ডট ও ড্যাস চিহ্ন ব্যবহার করা হয় । 50S - এর মাের্স কোড '. . . - - - . . . ' , যা দ্বারা ' Save our Souls ' বা ' Save our Ship ' বােঝানাে হয় । 




Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য