প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন:ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিখ্যাত তত্ত্বের আবিষ্কারক

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন:ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিখ্যাত তত্ত্বের আবিষ্কারক 



 বিষয় / তত্ত্ব      ও                        


আবিষ্কারক 
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন:ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিখ্যাত তত্ত্বের আবিষ্কারক





*পাটিগণিতের জনক --------- আর্যভট্ট | 


*আপেক্ষিক তত্ত্বের জনক---আইনস্টাইন  


*অংকের জনক ------------ আর্কিমিডিস । 

*০ ( শূণ্য ) সংখ্যাটির জনক ----আর্যভট্ট । 


*রসায়ন বিজ্ঞানের জনক --- জাবির ইবনে হাইয়ান 


*জীব বিজ্ঞানের জনক --এরিস্টটল 

*পদার্থ বিজ্ঞানের জনক --আইজ্যাক নিউটন । 

*চিকিৎসা বিজ্ঞানের জনক -- ইবনে সিনা 

*বিজ্ঞানের জনক ------------ থেলিস । 


*মেডিসিনের জনক --- হিপােক্রটিস ।

*জীবাণু বিদ্যার জনক -----লুই পাস্তর । 


*জ্যামিতির জনক------------- ইউক্লিড।


* বীজগণিত ও ত্রিকোণমিতির জনক --মুসা আল খাওয়ারিজমি ।

• গতি বিদ্যার জনক ----------গ্যালিলিও ।

•ক্যালকুলাসের জনক -- নিউটন ।

•বংশগতি বিদ্যার জনক --গ্রেগর জোহান মেন্ডেল 

*শ্রেণিকরণ বিদ্যার জনক --ক্যারােলাস লিনিয়াস ।


*শরীর বিদ্যার জনক ----উইলিয়াম হার্ভে ।


*মনােবিজ্ঞানের জনক ------ উইলহেম উন্ড ।


 *আধুনিক রসায়নের জনক----- জন ডাল্টন

 *আধুনিক বিজ্ঞানের জনক ---রাজা বেকন ।

Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য