【●】ডিজিটাল বাংলাদেশ প্যারাগ্ৰাফ বা অনুচ্ছেদ JSC,HSC
ডিজিটাল বাংলাদেশ প্যারাগ্ৰাফ বা অনুচ্ছেদ JSC,HSC
ডিজিটাল বাংলাদেশ(Digital Bangladesh) বলতে তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান সম্পন্ন সমাজ ব্যবস্থাকে বােঝায় ,যেখানে তথ্য(Information) সবার জন্য উন্মুক্ত এবং তা অনলাইন তথা ইন্টারনেটে সহজলভ্য । স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি , সরকারি ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণ(Decentralisation) , ইলেক্ট্রনিক সরকার ব্যবস্থা বা ই -গভর্ণমেন্ট প্রতিষ্ঠা , ডিজিটাল পদ্ধতিতে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন , দুর্নীতি দমন , কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি , জাতিকে তথ্য প্রযুক্তির সুবিধা দিতে ই-সিটিজেন গঠন , প্রযুক্তির উৎকর্ষতার নিত্য নতুন বিভিন্ন কর্মসংস্থানে নিয়ােগ, তথ্যের অধিকার নিশ্চিতকরণ , এগুলাে হতে পারে ডিজিটাল বাংলাদেশ গঠনের সুবিধা । একটি রাষ্ট্রকে ডিজিটাল করে তােলা , বলা সহজ কিন্তু এর বাস্তবায়ন খুবই কঠিন । একটি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকারকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা প্রয়ােজন । ইন্টারনেট সংযােগ কাঠামাে গড়ে তােলা , আই , সি , টি , উন্নয়নের জন্য ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধিকরণ ও আধুনিক আই , সি , টি , অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠানসমুহের মূলধন যােগাতে সহযোগিতা করা এর জন্য সঠিক ব্যবস্থা(Appropriate Measures) নেয়া খুবই প্রয়ােজন । তথ্য(Information) সংগ্রহের জন্য সকল বাধা তথা স্থান , কাল , পাত্র , অবস্থা বয়স ইত্যাদি অতিক্রম করেছে এই তথ্য প্রযুক্তি । তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সর্ব প্রকার ইলেকট্রনিক ব্যবস্থার সুবিধা তথা ই - সলিউশন(E-solution) আজ বাংলাদেশের জনগণের কাম্য । সরকারও তথ্য ও যোগাযােগ প্রযুক্তির উপর গুরুত্ব (Importance)আরােপ করছে । তাই জনগণের চাওয়া ও আশা সরকার তার কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সততা ও নিষ্ঠার সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্ভাব্য সকল পদক্ষেপ নিবেন ।
not bad. and helpful
ReplyDeletenot bad. and helpful
ReplyDeleteসুন্দর পোস্ট।
ReplyDeleteজনশুমারি ও গৃহগণনা ২০২২ সাধারণ জ্ঞান