[ ]বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ও কি কি? ||রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
উত্তর: বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগের ৮ নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি রয়েছে। সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিম্নরূপ:
ক) জাতীয়তাবাদ
খ) গণতন্ত্র
গ) সমাজতন্ত্র
ঘ) ধর্মনিরপেক্ষতা
![]() |
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? |
চারটি মূলনীতির বিস্তারিত জানুন:
দ্বিতীয় ভাগে রাষ্ট্রপরিচালনার আরো কিছু মূলনীতির কথা বলা হয়েছে। উপরের চারটি(অনুচ্ছেদঃ ৯-১২)বাদেও আরো ১৫ টি (অনুচ্ছেদঃ১৩-২৫) মূলনীতি লক্ষ্য করা যায়।
অনুচ্ছেদ - ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
অনুচ্ছেদ - ১৮ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
অনুচ্ছেদ - ১৯: সুযোগের সমতা
অনুচ্ছেদ - ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম
অনুচ্ছেদ - ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
অনুচ্ছেদ - ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার
বিভাগের পৃথকীকরণ
অনুচ্ছেদ - ২৩: জাতীয় সংস্কৃতি
অনুচ্ছেদ - ২৩ক: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-
গোষ্ঠি ও সম্প্রদায়ের সংস্কৃতি
অনুচ্ছেদ - ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি
অনুচ্ছেদ - ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরপত্তা ও সংহতির উন্নয়ন
রাষ্ট্র পরিচালনার জন্য ১৯টি বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করা যায়। যার অধিকাংশই চারটি বিষয়ের উপর নির্ভর করে হয়েছে।
আরো পড়ুন
Comments
Post a Comment