[ ]বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ও কি কি? ||রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?




উত্তর: বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় ভাগের ৮ নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি রয়েছে। সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিম্নরূপ:


ক) জাতীয়তাবাদ

খ) গণতন্ত্র

গ) সমাজতন্ত্র 

ঘ) ধর্মনিরপেক্ষতা



বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?





চারটি মূলনীতির বিস্তারিত জানুন:













দ্বিতীয় ভাগে রাষ্ট্রপরিচালনার আরো কিছু মূলনীতির কথা বলা হয়েছে। উপরের চারটি(অনুচ্ছেদঃ ৯-১২)বাদেও আরো ১৫ টি (অনুচ্ছেদঃ১৩-২৫) মূলনীতি লক্ষ‍্য‍ করা যায়।


অনুচ্ছেদ - ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
অনুচ্ছেদ - ১৮ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
অনুচ্ছেদ - ১৯: সুযোগের সমতা
অনুচ্ছেদ - ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম
অনুচ্ছেদ - ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
অনুচ্ছেদ - ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার
বিভাগের পৃথকীকরণ
অনুচ্ছেদ - ২৩: জাতীয় সংস্কৃতি
অনুচ্ছেদ - ২৩ক: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-
গোষ্ঠি ও সম্প্রদায়ের সংস্কৃতি
অনুচ্ছেদ - ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি
অনুচ্ছেদ - ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরপত্তা ও সংহতির উন্নয়ন

রাষ্ট্র পরিচালনার জন্য ১৯টি বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করা যায়। যার অধিকাংশই চারটি বিষয়ের উপর নির্ভর করে হয়েছে।


আরো পড়ুন

Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য