【 】 Transitive verb কাকে বলে?


Transitive verb কাকে বলে?





উত্তর: Transitive verb এমন এক ধরণের verb, যার পরে কোন noun বসে কিন্তু noun টির আগে কোন preposition বসে না।এই noun টিকে verb টির object বলে।সুতরাং যে verb এর object থাকে, তাকে transitive verb বলে।


নিম্নে transitive verb এর উদাহরণ প্রদান করা হল:


●He eats rice.


এখানে, eat একটি transitive verb ।
"eat "verb টির পরে noun হিসেবে rice কে ব‍্যবহার করা হয়েছে।এই rice-কে বলে eat-verb টির object.


আরো লক্ষ্যণীয় যে,eat verb টির পরে কোন প্রকার preposition নেই‌।Transitive verb তার পরে কোন প্রকার preposition ছাড়াই object হিসেবে এক বা একাধিক noun গ্ৰহণ করতে পারে।


■ He gives me a pen.


এখানে,give verb টি একটি transitive verb ।এই verb-টির পর object হিসেবে দুইটি noun ( me ও a pen) ব‍্যবহৃত হয়েছে ।Object দুইটির আগে কোন preposition ব‍্য‍্যবহৃত হয় নি।


এখানে,give verb টি এমন একটি transitive verb যার দুইটি object গ্ৰহণের ক্ষমতা আছে।


এবার নিচের উদাহরণটি লক্ষ্য করুন:


■He goes to school.


এখানে,go verb টি একটি intransitive verb ।এই verb-টির পর কোন object নেই।


এই verb-টির(go) পর preposition "to" ব‍্যবহৃত হয়েছে।এই preposition "to" এর পর একটি noun (school) ব‍্যবহৃত হয়েছে।এই nounটিকে(school) preposition "to" এর object বলে।school কখনোই go verb এর object নয়।
Transitive verb কাকে বলে?




●He goes to school.




এখানে "to school " গঠনগত দিক থেকে একটি prepositional phrase কিন্তু কার্যের দিক দিয়ে adverbial phrase যেহেতু ইহা verb go কে modify করছে।


কোন noun যখন adverb এর কাজ করতে চায়,তখন তার আগে preposition বসে।






Parts of speech 


আরো পড়ুন:
Linking Verb কাকে বলে?


Comments

Post a Comment

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য