【 】পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮২ বছর । ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন ছিল । বর্তমানে পিতার বয়স কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮২ বছর । ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন ছিল । বর্তমানে পিতার বয়স কত?
ক)১০ বছর
খ)৩০ বছর
গ)৬৫ বছর
ঘ)৭০ বছর
উত্তর:বর্তমানে পিতার বয়স ৬৫ বছর।
ব্যাখা:৫ বছর পূর্বে,
●পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন অর্থ্যাৎ ৫:১
তাহলে,৫ বছর পূর্বে
পিতার বয়স =৫x বছর
পুত্রের বয়স = x বছর
বর্তমানে পিতার বয়স =(৫x + ৫) বছর
বর্তমানে পুত্রের বয়স = (x + ৫ ) বছর
শর্তমতে,
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮২ বছরবিকল্প পদ্ধতি:
৫ বছর পূর্বে,
●পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন অর্থ্যাৎ ৫:১
●অনুপাতদ্বয়ের যোগফল = ৫ + ১ = ৬
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল = ৮২ - ৫×২
= ৮২ -১০
= ৭২ বছর
●৫ বছর পূর্বে পিতা বয়স ছিল (৭২ এর ৫/৬) = ৬০ বছর
●বর্তমানে পিতার বয়স = ৬০+ ৫ = ৬৫ বছর
Comments
Post a Comment