【】পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর । ৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ১০ বছর । পিতার বর্তমান বয়স কত ?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর । ৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ১০ বছর । পিতার বর্তমান বয়স কত ?
উত্তর: পিতার বর্তমান বয়স ৫৩ বছর
ব্যাখা: দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর ।ইহা পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ।
ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
তাহলে, পিতার বর্তমান বয়স = (৬৮ -x) বছর
দেওয়া আছে,
৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ১০ বছর ।
তাহলে, পুত্রের বর্তমান বয়স = (১০ +৫ ) বছর
= ১৫ বছর
তাহলে, পুত্রের বর্তমান বয়স x = ১৫ বছর
তাহলে, পিতার বর্তমান বয়স = (৬৮ -x) বছর
= (৬৮ - ১৫) বছর
=৫৩ বছর (উত্তর)
বিকল্প পদ্ধতি:
ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
পিতার বর্তমান বয়স = y বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = x +y বছর
৫ বছর পূর্বে পুত্রের বয়স =( x -৫) বছর
৫ বছর পূর্বে পিতার বয়স =( y -৫) বছর
প্রশ্নমতে,
y -৫ = ১০ বছর
বা, y = (১০ + ৫) বছর
= ১৫ বছর
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর
প্রশ্নমতে,
x +y = ৬৮
বা, x = ৬৮ -y
বা, x = ( ৬৮ -১৫)
= ৫৩ বছর
Comments
Post a Comment