【】উচ্চ রক্তচাপ কাকে বলে?|| রক্তচাপ কমানোর খাবার||উচ্চ রক্ত চাপ বাড়ায় যেসব খাবার
উচ্চ রক্তচাপ কাকে বলে?
উচ্চ রক্ত চাপ বাড়ায় যেসব খাবারঃ
অতিরিক্ত লবণ, ফাস্ট ফুড, কফি, লাল মাংস, মুরগির চামড়া, ডিমের কুসুম, চিনিযুক্ত খাবার, আচার,সস, অ্যালকোহল ও কোমল পানীয় ইত্যাদি।
উচ্চ রক্ত চাপ কমায় যেসব খাবারঃ
কলা, তরমুজ, কমলালেবু, মিষ্টি আলু, জাম্বুরা, পেয়ারা, আমলকী, আপেল, মাল্টা, ডালিম আঙ্গুর (টক জাতীয় খাবারঃ লেবু, তেঁতুল), শিম ইত্যাদি।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করা যেতে পারে-
১) অতিরিক্ত ওজন কমাতে হবে। একবার ওজন কমে আসলে তা মেইনটেইন করার চেষ্টা করতে হবে।
২) নিয়মিত ব্যায়াম করতে হবে।
৩) কম লবণযুক্ত খাবার খাইতে হবে।তরকারীতে অতিরিক্ত লবণ যোগ করা যাবে না।
৪) কম চর্বিযুক্ত ও কম কোলেস্টরেলযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করুন।
৫) ধূমপান করা যাবে না।
৬) ডায়াবেটিস থাকলে তা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।
৭) শারীরিক চাপ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করার উপায় জানতে হবে। কোনভাবেই বেশি চাপ নেয়া ঠিক হবে না।
৮) পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে।
৯) উচ্চ রক্তচাপ সারে না। তবে একে নিয়ন্ত্রণ করা যায়। অনেকেই ডাক্তারের পরামর্শমতো ওষুধ শুরু করেন। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রনে আসলে তিনি মনে করেন যে তার আর ওষুধ খাওয়ার দরকার নাই। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ঔষধ ছাড়া যাবে না।
১০) নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে রক্তচাপ মাপতে হবে।
ReplyDeleteভাই আপনার আটিক্যালে পড়ে অনেক ভালো লাগল ধন্নবাদ আপনাকে
20 কেজি ওজন কমানোর উপায় সেরা এমন কিছু ব্যায়াম
আপনি হয়তো অনেক বার ওজন কমানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনি এই ব্যস্ত সময়ে বারবার অসফল হয়ে ফিরে এসেছেন তাই আমি আজ এমন কিছু সেরা টিপস এবং ব্যায়াম এবং খাদ্য তালিকা শেয়ার করব যা থেকে আপনার ফিটনেস ধরে রাখার জন্য এক আশ্চর্য জনক চমক হবে আরও পড়ুন