ইলেকট্রন বিন্যাস কী?|| ইলেকট্রন বিন্যাস বলতে কী বোঝো?||ইলেকট্রন বিন্যাস কিভাবে করে?
পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকে। অর্থাৎ,ইলেকট্রনগুলো পরমাণুর বিভিন্ন প্রধান শক্তিস্তরের(Level) বিভিন্ন উপশক্তিস্তরের (Sub-level) অরবিটালগুলোতে(Orbital) ঘড়ির কাটার দিকে বা বিপরীতে ঘুরতে থাকে।
কোন পরমানুর ইলেকট্রন বিন্যাস বলতে বুঝায় পরমাণুর ইলেকট্রনগুলো বিভিন্ন প্রধান শক্তিস্তরের(Level) বিভিন্ন উপশক্তিস্তরের (Sub-level) অরবিটালগুলোতে(Orbital) বিতরণ বা বিন্যাস।
Read More:How to Write Electron configuration
* হাইড্রোজেনের(H) ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:
1s¹
*হিলিয়ামের(He) ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:
1s²
*লিথিয়ামের(Li) ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:
1s²2s¹
ইলেকট্রন বিন্যাস লিখার জন্য নিম্নের বিষয়টি মনে রাখতে পারেন:
ss
ps ps
dps dps
fdps fdps fdps fdps....
In a line-
ss ps ps dps dps fdps fdps
fdps fdps fdps fdps.......
![]() |
ইলেকট্রন বিন্যাস লিখার উপায় জানতে ভিডিও দেখুন:
Comments
Post a Comment