চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড(CO2) চালনা করলে ঘোলা হয় কেন?
চুনের পানিতে(যা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ) কার্বন ডাইঅক্সাইড (CO2) চালনা করলে ঘোলা হওয়ায় কারণ হচ্ছে অদ্রবনীয় ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধঃক্ষেপ তৈরি হওয়া।
চুনের সাথে CO₂ এর বিক্রিয়া সমীকরণ নিম্নে দেখানো হলো:
Ca(OH)₂ (aq) + CO₂(aq) ------> CaCO₃ (s) + H₂O(l)
Ca(OH)₂ (aq) + CO₂(aq) ------> CaCO₃ (s) + H₂O(l)
Comments
Post a Comment