Go Meaning in Bengali
●সঠিকটি বাছাই করুন--
ক) আসা
খ) বর্ণনা করা সম্ভব নয়।
গ) অপেশাদার ব্যক্তি; কোন কাজে অদক্ষ ব্যক্তি; যে ব্যক্তি কোন কিছু শখের বশে করে কিন্তু চাকরি হিসেবে করে না বা প্রফেশনাল কাজ হিসেবে পারিনা সেই ব্যক্তিকে আসলে amateur বলে।
ঘ)যাওয়া,যাই, গমন করা
উত্তর:Go word meaning in Bengali হচ্ছে ঘ) যাওয়া,যাই
এখানে Go Verb এর কয়েকটি Bengali অর্থ দেখানো হলো:
১) কোন কিছু করার উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করা
-They go shopping every Saturday night. (Go +Ving)
২) মারা যাওয়া(To die) কথাটি ভদ্রভাবে বলতে Go ব্যবহৃত হয়।
- He went peacefully in his sleep.
৩) Go verb এর অর্থ হলো to Become বা হওয়া।
As the book is so old, the pages are going somewhat yellow.
৪) একটি খেলায় তোমার সুযোগ বা পালা বুঝাতে Go ব্যবহৃত হয়।
-It is your turn to go now.
-It is his turn to go now.
-It is their turn to go now.
Comments
Post a Comment