বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
১৯০৭ সালে
ব্যাখা:
বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ।ইহা বাংলা সাহিত্যের আদি গ্ৰন্থও বটে। এই চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি ১৯০৭ সালে আবিষ্কার করেন। উল্লেখ্য যে, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত তা প্রমাণ করেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
Comments
Post a Comment