১/৪ কে শতকরায় প্রকাশ কর
২৫%
ব্যাখা:
১/৪ কে শতকরায় প্রকাশ করতে চাইলে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ-১:
১/৪ কে নিম্ন লিখিতভাবে লেখা যায়:
১/৪ × ১
ধাপ -২:
১ কে ১০০/১০০ হিসেবে লেখা যায়।
১ = ১০০/১০০
ধাপ-৩:
১/৪ × ১
= ১/৪ × ১০০/১০০
ধাপ-৪:
% = ১/১০০
অতএব,
১/৪ × ১০০%
= (১০০/৪ )%
লব ও হরকে ২ দ্বারা ভাগ করে
= (১০০÷২)/(৪÷২) %
=(৫০/২)%
আবার,লব ও হরকে ২ দ্বারা ভাগ করে
=(৫০÷২)/(২÷২)%
=(২৫/১)%
=২৫%
Comments
Post a Comment