General Knowledge:মনে রাখুন-০১ ||বিসিএস/প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: সাধারণ জ্ঞান
বিসিএস/প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: সাধারণ জ্ঞান
■প্রথম জাতীয় সংসদের স্থায়িত্বকাল---২বছর ৬মাস২১দিন।[শ্রম মন্ত্রণালয়:২০০০]
■বাংলাদেশ সংবিধান--২টি ভাষায় রচিত(বাংলা ও ইংরেজি)[অর্থ সচিব:২০১১]
■দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে--২টি(পাবনা ও আগারগাঁও মানসিক হাসপাতাল)[যোগাযোগ:২০০৬]
■বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমান---২ কোটি ২৫ লক্ষ্য একর।[২৬ তম]
■নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত সদস্যপদ লাভ করে----২বার[১৯৭৮ ও ১৯৯৯][সহ.শিক্ষক:২০০৩]
■বাংলাদেশে সামুদ্রিক বন্দর--২টি।[খাদ্য অধিদপ্তর:০৬]
■মহিলা ভলিবল খেলার নেটের উচ্চতা--২.২৪মিটার[তুলা উন্নয়ন]
■প্রাচীন বাংলায় রাজত্ব ছিল----২টি[বঙ্গরাজ ও গৌড়]
■বাংলাদেশের সাথে সমুদ্রতীরবর্তী সীমানা বিদ্যমান---২টি দেশের।[চবি.২০১১]
■সুইমিংপুলের লেনের চওড়া---২.৫ মিটার।[তুলা উন্নয়ন]
■বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা আছে--২টি দেশের[সাব রেজিস্টার-২০১৬]
■সমুদ্র এলাকায় মোট গ্যাসক্ষেত্র আছে---২টি(সাঙ্গু ও কুতুবদিয়া)
■শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা---২স্তর বিশিষ্ট।(সিটি করপোরেশন ও পৌরসভা।
●বাংলাদেশ ব্যাংকের নোট--২টাকা[রাবি-১৩-১৪]
■বাংলাদেশ সুপ্রীম কোর্ট--২ভাগে বিভক্ত[আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ][BCBL2016】
◆দক্ষিণ এশিয়ায় শান্তিতে ড.মুহাম্মদ ইউনুস--২য় নোবেল বিজয়ী।(২০০৬)
[আবহাওয়া অধিদপ্তর.২০০৭]
[আবহাওয়া অধিদপ্তর.২০০৭]
■রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানী--২টি[জীবন বিমা--২০১৬]
■বাংলাদেশের সুন্দরবনে হরিণ দেখা যায়--২প্রজাতির(চিত্রা হরিণ ও মায়া হরিণ)।[৩৫তম]
■বাংলাদেশের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই--২টি জেলার।(কক্সবাজার ও বান্দরবান)[২৬ -তম]
■সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের ভোটের প্রয়োজন---- ২তৃতীয়াংশ।(পিএসসি--০৫)
■একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন-----২মেয়াদকাল(৫+৫=১০ বছর)
■জরুরি অবস্থার বিধান--২য় সংশোধনীতে সংযুক্ত করা হয়।[বঙ্গবন্ধু বিশ্ব.১৫--১৬]
■বাংলাদেশে চালুকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে----২টি।[ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন]
■মুক্তিযুদ্ধের সময় ঢাকা--২নং সেক্টরে ছিল।[১৮তম বিসিএস]
■মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীরপ্রতীক উপাধি পান----২জন মহিলা।[সেতেরা বেগম ও তারামন বিবি।[২৭-তম]
■বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে --২নং সেক্টরে ছিলেন।
■২০১২ এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারে--২রানে।[স.প্রাথমিক শিক্ষক-২০১৩]
Comments
Post a Comment