ইংরেজি বাক্য গঠন:Normal Sentence Pattern
ইংরেজি বাক্য গঠন:Normal Sentence Pattern
ইংরেজি -Sentence -এর Normal Sentence Pattern টি হচ্ছে নিম্নরূপ-
●Subject +Verb +object/complement + Modifier.
●উদাহরণ-I planted a sapling last year.
উপরের উদাহরণটিতে I=Subject
Planted=Verb
a sabling=object
Last year=Modifier.
Subject: Active voice এ কার্যসম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই হচ্ছে Subject.সুতরাং Sentence এ কার্যসম্পাদনের জন্য Subject ই দায়ী।ইহাকে Sentence এর Agent নামে অভিহিত করা হয়।ইহা সাধারণত: verb এর পূর্বে বসে। প্রত্যেকটি ইংরেজি -Sentence-এর অবশ্যই একটি Subject থাকবে। Imperative Sentence এর Subject হচ্ছে You 'যাহা বুঝে নেওয়া হয় কিন্তু উল্লেখ করা হয় না। বাংলা বাক্যে Verb কে 'কে' দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায়,সেটাই Subject.
Noun এবং Pronoun Subject হিসেবে ব্যবহৃত হয়।Subject একক Noun বিশিষ্ট হতে পারে ,আবার Noun phrase ও হতে পারে।Noun phrase হচ্ছে একটি শব্দ গুচ্ছ যাহা Noun দিয়ে শেষ হবে কিন্তু কখনও preposition দিয়ে শুরু হবে না।নিচের Sentence গুলো লক্ষ্য করুন যার মোটা অক্ষরে লেখা অংশটুকু(He ,The lame man) হচ্ছেSubject.
●He is a good student.
●The lame man is coming.
●The lame man is coming.
Verb: Verb দ্বারা Sentence এ কাজ প্রকাশ পায়।Affirmative Sentence -এ Subject এর পরে Verb বসে।প্রত্যেক Sentence-এর অবশ্যই এটকি Verb থাকবে।Verb একক শব্দ বিশিষ্ট হতে পারে আবার Verb phraseও হতে পারে। একটি Verb Phrase এক বা একাধিক Auxiliary Verb এবং একটি Main Verb দ্বারা গঠিত।Auxiliary verbগুলো সর্বদা Main Verb এর পূর্বে বসে।নিচের বাক্যগুলোতে (am,could have done,has slept,are playing )অংশটুকু হচ্ছে Verb এবং Verb phrase-এর উদাহরণ।
●I am a new comer.
●You could have done the sum.
●She has slept just now.
●You could have done the sum.
●She has slept just now.
●They are playing outside.
Object:Subject কতৃক কৃত কাজই হচ্ছে object.ইহা বস্তু বাচক হতে পারে আবার ব্যাক্তি বাচক হতে পারে। Verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহাই Object.
◆Complement: Complement কথাটির অর্থ পরিপুরক অংশ।
●Suject Complement
●Object complement
●Suject Complement
●Object complement
●We made him our captain.【our captain is a object complement.】
●He is a student.[A student is a subject Complement]
●He is a student.[A student is a subject Complement]
●Sentence এ Modifier কাজের সময়,স্থান,এবং কাজটি কিভাবে সংঘটিত হয় তাহা জানিয়ে দেয়।বেশীর ভাগ ক্ষেত্রেই
ইহা একটি prepositional phrase.গঠনগত দিক থেকে Prepositional phrase হচ্ছে একগুচ্ছ Word যাহা preposition দিয়ে শুরু হয় এবং Noun দিয়ে শেষ হয়।কাজের দিক থেকে এরা adjective বা Adverb এর কাজ করে।Noun এর পরে বসলে adjective এবং Verb এর পরে বসলে Adverb বলে।Prepositional phrase এর উদাহরণ হলো At night,in the market, ইত্যাদি।Modifier, Adverb কিংবা Adverbial phrase ও হতে পারে।যেমন-slowly,next year, yesterday ইত্যাদি।প্রত্যেকটি Sentence এ Modifier নাও থাকতে পারে।আবার কোন কোন Sentence এ একাধিক Modifier থাকতে পারে।কোন Sentence এ একাধিক Modifier থাকলে সময়সূচক Modifier শেষে বসে।Modifier 'কোথায়','কখন' এবং 'কিভাবে' এর উত্তর দেয়।নিচের Sentence গুলোতে in the morning,on the way, yesterday ইত্যাদি বসে।
ইহা একটি prepositional phrase.গঠনগত দিক থেকে Prepositional phrase হচ্ছে একগুচ্ছ Word যাহা preposition দিয়ে শুরু হয় এবং Noun দিয়ে শেষ হয়।কাজের দিক থেকে এরা adjective বা Adverb এর কাজ করে।Noun এর পরে বসলে adjective এবং Verb এর পরে বসলে Adverb বলে।Prepositional phrase এর উদাহরণ হলো At night,in the market, ইত্যাদি।Modifier, Adverb কিংবা Adverbial phrase ও হতে পারে।যেমন-slowly,next year, yesterday ইত্যাদি।প্রত্যেকটি Sentence এ Modifier নাও থাকতে পারে।আবার কোন কোন Sentence এ একাধিক Modifier থাকতে পারে।কোন Sentence এ একাধিক Modifier থাকলে সময়সূচক Modifier শেষে বসে।Modifier 'কোথায়','কখন' এবং 'কিভাবে' এর উত্তর দেয়।নিচের Sentence গুলোতে in the morning,on the way, yesterday ইত্যাদি বসে।
■I will meet you in the morning.
◆Police arrested him on the way.
◆Police arrested him on the way.
Comments
Post a Comment