আগুন কী ?||Dark web বলতে কী বােঝায় ?|| বিটকয়েন ( Bitcoin ) কী
  আগুন কী ?||Dark web বলতে কী বােঝায় ?||  বিটকয়েন ( Bitcoin ) কী               প্রশ্ন : আগুন কী ?     উত্তর : সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে জ্বালানির কার্বন  ও হাইড্রোজেনের মিলনে সৃষ্ট এক বিশেষ রাসায়নিক বিক্রিয়া হলাে আগুন ।    তাপ ও অলাের মাধ্যমে এ রাসায়নিক বিক্রিয়া শক্তিকে প্রকাশ বা মুক্ত করে ।     প্রশ্ন : Dark web বলতে কী বােঝায় ?    উত্তর : Dark web হলো প্রচলিত ওয়েব পেজ থেকে কিছুটা আলাদা ওয়েব পেজ , যা লুকানো অবস্থায় ।    সাধারণ ইন্টারনেট ব্রাউজারের পরিবর্তে  বিশেষ কোনাে সফটওয়্যার দিয়ে বা কখনও কখনও বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করে এ পেজ পড়া যায় ।                 প্রশ্ন : জাতীয় পতাকা আয়তাকার নয় , এমন দেশের নাম কী ?          উত্তর : নেপালই বিশ্বের একমাত্র দেশ , যার জাতীয় পতাকা আয়তাকার নয় , যুক্ত ত্রিভুজাকার  ।      প্রশ্ন অলিম্পিক গেমসের প্রবর্তক কে ?    উওর : অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি ।     তবে প্রচলিত ধারণা মতে , গ্রিক দেবতা জিউস ও তার ছেলে হারকিউলিসকে এ অলিম্পিক গে...