•সমুদ্রের গভীরে পানির চাপে মাছের সমস্যা হয় না কেন ?
•সমুদ্রের গভীরে পানির চাপে মাছের সমস্যা হয় না কেন ?
অধিকাংশ সামুদ্রিক মাছের বাইরের কান না থাকা( যার পর্দায় পানির চাপ বেশি লাগে ) এবং তিমিসহ অন্য কিছু স্তন্যপায়ী সামুদ্রিক মাছের টিউব আকারের ভিতরে রিংযুক্ত বিশেষ ধরনের ফুসফুস থাকায় পানির প্রচণ্ড চাপেও এদের সমস্যা হয় না ।
• কুকুর , বিড়াল বা কবুতরের মতাে প্রাণীরা পথ হারায় না কেন ?
উত্তর:
এসব প্রাণীর তীব্র ঘ্রাণশক্তি ( বিশেষত কুকুর ও বিড়াল ) ও দেহে বিদ্যমান ( বিড়ালের কানে ও কবুতরের ঠোঁটে ) বিশেষ ধরনের আয়রন থাকায় , তা পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে দিক চিনে নেয় । ফলে এরা পথ হারায় না ।
•উর্ধ্বাকাশে পাখি বা বিমান উড়লে এদের ছায়া মাটিতে পড়ে না কেন ?
বিশাল আলােক উৎস সূর্য ও বিশাল পর্দা মাটির মাঝে প্রতিবন্ধক উর্ধ্বাকাশের পাখি বা বিমান তুলনামূলকভাবে খুবই ক্ষুদ্র হওয়ায় এবং প্রতিবন্ধক মাটি হতে অনেক উচুতে থাকায় এদের ছায়া মাটিতে পড়ে না ।
Next
অধিকাংশ সামুদ্রিক মাছের বাইরের কান না থাকা( যার পর্দায় পানির চাপ বেশি লাগে ) এবং তিমিসহ অন্য কিছু স্তন্যপায়ী সামুদ্রিক মাছের টিউব আকারের ভিতরে রিংযুক্ত বিশেষ ধরনের ফুসফুস থাকায় পানির প্রচণ্ড চাপেও এদের সমস্যা হয় না ।
• কুকুর , বিড়াল বা কবুতরের মতাে প্রাণীরা পথ হারায় না কেন ?
উত্তর:
এসব প্রাণীর তীব্র ঘ্রাণশক্তি ( বিশেষত কুকুর ও বিড়াল ) ও দেহে বিদ্যমান ( বিড়ালের কানে ও কবুতরের ঠোঁটে ) বিশেষ ধরনের আয়রন থাকায় , তা পৃথিবীর চৌম্বকক্ষেত্র ব্যবহার করে দিক চিনে নেয় । ফলে এরা পথ হারায় না ।
•উর্ধ্বাকাশে পাখি বা বিমান উড়লে এদের ছায়া মাটিতে পড়ে না কেন ?
বিশাল আলােক উৎস সূর্য ও বিশাল পর্দা মাটির মাঝে প্রতিবন্ধক উর্ধ্বাকাশের পাখি বা বিমান তুলনামূলকভাবে খুবই ক্ষুদ্র হওয়ায় এবং প্রতিবন্ধক মাটি হতে অনেক উচুতে থাকায় এদের ছায়া মাটিতে পড়ে না ।
Next
Comments
Post a Comment