পরিষ্কার চুন জলে ফুঁ দিলে কী ঘটবে এবং কেন?
পরিষ্কার চুনের পানিতে (যা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ) ফুঁ দিলে ফুঁ এর মাধ্যমে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড (CO2) বিক্রিয়া করে অদ্রবনীয় ক্যালসিয়াম কার্বনেটের সাদা অধঃক্ষেপ তৈরি করে।ফলে পরিষ্কার চুনের পানি ঘোলা হয়।
চুনের সাথে CO₂ এর বিক্রিয়া সমীকরণ নিম্নে দেখানো হলো:
Ca(OH)₂ (aq) + CO₂(aq) ------> CaCO₃ (s) + H₂O(l)
Ca(OH)₂ (aq) + CO₂(aq) ------> CaCO₃ (s) + H₂O(l)
Comments
Post a Comment