ইংরেজি ভোকাবুলারি মনে রাখার উপায়|বৃদ্ধির উপায়|কৌশল|ছন্দ||English Vocabulary মুখস্থ বা মনে রাখার করার সহজ উপায়

ইংরেজি ভোকাবুলারি মনে রাখার উপায় |বৃদ্ধির উপায়|কৌশল|ছন্দ||English Vocabulary মুখস্থ বা মনে রাখার করার সহজ উপায়









ইংরেজি ভোকাবুলারি মনে রাখার উপায়|বৃদ্ধির উপায়|কৌশল|ছন্দ||English Vocabulary মুখস্থ বা মনে রাখার করার সহজ উপায়


ইংরেজি ভোকাবুলারি মনে রাখার উপায়|বৃদ্ধির উপায়|কৌশল|ছন্দ||English Vocabulary মুখস্থ বা মনে রাখার করার সহজ উপায়




ইংরেজি ভোকাবুলারি মনে রাখার বা বৃদ্ধির উপায় || English Vocabulary মুখস্থ বা মনে রাখার করার সহজ উপায়  - December 19, 2017






Vocabulary মনে রাখার বা বৃদ্ধির উপায়-১ 

ইংরেজি ভোকাবুলারি মনে রাখার উপায়|বৃদ্ধির উপায়|কৌশল|ছন্দ||English Vocabulary মুখস্থ বা মনে রাখার করার সহজ উপায়


        •পড়ার কোন বিকল্প নেই।

         যত বেশি ইংরেজি পড়বেন,তত               বেশি ইংরেজি শব্দ শিখতে                       থাকবেন।



🤩চলুন কিছু শব্দ সহজে মনে রাখার চেষ্টা করি:





■Mall-(noun),মল্



---a large wooden hammer-বড় কাঠের হাতুরি।



কৌশল:মনে রাখবেন,যা দিয়ে 'মলা' বা মর্দন করা হয়,তাই হল mall, বা হাতুরি।তাহলে উচ্চারণের এই মিলটি মনে রাখুন।





■ Maul---(ম‍্যল্)-verb(মলাই করা বা মর্দন করা)-to beat with a maul-মুগুর পেটা করা; এভাবে to beat and bruise-প্রহার করে ক্ষতবিক্ষত করা;to damage by criticism-সমালোচনা দ্বারা ক্ষতি করা।


(মনে রাখবেন---maul>>মল্ =মলা বা মর্দন করা।



■Malleate-(ম‍্যালিএইট্)-verb.

-to hammer-হাতুরি পেটা করা



কৌশল: মল্ =  mall,মনে আছে তো? to beat thin-পিটিয়ে পাতলা করা



■Malleable-adj. পিটিয়ে বা পাঁচ করে নতুন আকার দেয়া যায় এমন, অর্থাৎ নমনীয়।(এভাবে)(ব‍্যক্তি সমন্ধে) যে কোনো অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এমন।





■Malleability---noun. নমনীয়তা, flexibility





■Malleation-n. নমনীয়করণ





Vocabulary মনে রাখার  উপায়--২


              •ইংরেজি শব্দকে ভালোবাসতে    শিখুন।যত বেশি ভালবাসবেন,তত বেশি ইংরেজি শব্দ আপনার মনে থাকবে।





এবার নিচের ভোকাবুলারিগুলোকে ভালবেসে মনে রাখার চেষ্টা করা যাক:



■Mud-(noun)(মাড্)-কাদামাটি



কৌশল:একটু  বিকৃত করতে হবে...



Mud>>mut>>multi >>মাটি



কিংবা----



মাটি>>>মাডি>>মাড>>mud



 তাহলে mud এবং মাটি এর মধ‍্যকার উচ্চারণের ব‍্যাপক মিলটি লক্ষ্য করেছেন?mud মানেই কিন্তু যখন মাটি, অবশ্য কাদামাটি বটে।তবুও মাটি তো। সুতরাং Word টি সঙ্গত কারণেই মনে থাকবে।


■Muddy--adj.কর্দমাক্ত(কাদামাটিপূর্ণ);গোলমেলে





*Vocabulary মনে রাখার  বা বৃদ্ধির উপায়-৩


ইংরেজি  ভোকাবুলারি শেখার জন‍্য Youtube এTed Talks দেখুন।
Ted Talks দেখার সময় Subtitle On করবেন। আপনি চাইলে Google Play Store থেকে Ted Talks অ‍্যাপ ডাউনলোড করতে পারেন।



চলুন আরো কিছু Vocabulary মনে রাখার চেষ্টা করি


■Rude(রুড)-- adj.রূঢ়,কর্কশ,কটু-harsh,rough; uncultured-অস‍ংস্কৃত;



কৌশল:একটু বিকৃত করা যাক।





rude>>ruডe>>ruঢ়>>রূঢ়।দেখা যাচ্ছে যে,rude আর রূঢ় শব্দ দুটির উচ্চারণে যেমন মিল,অর্থের তেমনি। শুধু মনে রাখুন,rude=রূঢ়।





■Rudiment--n.(কোন কিছুর প্রাথমিক "রূঢ়"বা অমার্জিত বা অশোধিত অবস্থা,) Anything in a rude or first stage-অবর্ধিত বা অনুন্নত বা প্রাথমিক অবস্থাভূত বস্তু।










*Vocabulary মনে রাখার  বা বৃদ্ধির উপায়-৪




প্রতিদিন ১০  মিনিট  Longman Dictionary of Contemporary Android  App এ সময় ব্যয় করুন। ফ্রি ভার্সন আপনি Google এ পেয়ে যাবেন।এই অ‍্যাপের মত ভাল App আমি আর দেখি নি।





চলুন  ছন্দের তালে তালে এইবার কিছু Vocabulary মনে রাখার উপায় দেখি:





■Rudimentary---adj.primary-আদিম, মৌলিক, প্রাথমিক;





■Rudimentarily---(adv.) প্রাথমিকভাবে





■Rudimentariness--n.আদিমতা, প্রাথমিক অবস্থা।





■Rudely--(adv.) নির্দয়ভাবে; অমার্জিতভাবে





■Rudeness---n.নির্দয়তা; অমার্জিত অবস্থা







■Eruditely---(adv.) এরুডাইট্--[e=ex=out; rude=রূঢ়](taken out of rudeness or freed from rudeness-রূঢ়তা থেকে মুক্ত, অর্থাৎ)--learned--শিক্ষিত, পাণ্ডিত্যপূর্ণ।







■Eruditely---adv.পাণ্ডিত্যপূর্ণভাবে





■Erudition--n.পাণ্ডিত্য





■Stand--v.(স্ট‍্যান্ড্ )--দাঁড়ানো;সহ‍্য করা,টিকে থাকা




*কৌশল: সংস্কৃত ভাষায় "স্থা"মানে "দাঁড়ানো"অবস্থিত বা স্থাপিত হওয়া।যেমন:



স্থা>>স্থাপন, স্থাপিত,স্থান,স্থিতি ইত‍্যাদি



আসলে ইংরেজি word টি এই "স্থা" মূল থেকেই এসেছে।



ফলে স্থা>>sta>>>stand=দাঁড়ানো
















(এই post এ নতুন নতুন    তথ্য  মাঝে মাঝে   যোগ করা  হবে)













Comments

Popular posts from this blog

[ ]আমি জিপিএ ৫ পেয়েছি। English Translation||আমি জি পি এ ৫ পেয়েছি এর ইংরেজি কি||ami gpa 5paisa english

【 】তুমি কোন ক্লাসে পড়? এর ইংরেজি কি? English Translation||আপনি কোন ক্লাসে পড়েন in english|তুমি কোন শ্রেণীতে পড় এর ইংরেজি কি

[ ]সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় ||সকল ক্ষারক ক্ষার নয় কেন?||সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন?

[ ]আমি এসএসসি পাস করেছি English Translation

【】বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর । 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

【】মুক্তজোড়(নি:সঙ্গ জোড়) ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

[●]অনুচ্ছেদ:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ অথবা প্যারাগ্ৰাফ JSC,SSC,HSC

【💝৮】বাংলা রচনা: ভোক্তা অধিকার||ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র ,শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা

【】রাফেজ কি?||রাফেজযুক্ত খাবার কি কি?||রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন?

[ ]ক্ষার এবং ক্ষারকের পার্থক্য ||ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য